TRENDING:

Indian Railways Ticket Discount: ‘এই’ বিশেষ নিয়মে দূরপাল্লার ট্রেনে টিকিট কাটলেই পাবেন বিশাল ছাড়! জানুন ভারতীয় রেলের বড় সুবিধে!

Last Updated:

Indian Railways Ticket Discount:রেলের বাণিজ্যিক বিভাগের প্রতিনিধিরা জানাচ্ছেন সড়কপথে এই কারণে অনেকেই ঝুঁকছেন। এই যাত্রীদের রেলপথে ফেরাতেই রিটার্ন জার্নিতে ছাড় দিতে চলেছে ভারতীয় রেল। পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা আনছে ভারতীয় রেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি:  ক্রমাগত ট্রেনের যাত্রী কমছে। বিশেষ করে ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ায় যাত্রী কমেছে। রেলের বাণিজ্যিক বিভাগের প্রতিনিধিরা জানাচ্ছেন সড়কপথে এই কারণে অনেকেই ঝুঁকছেন। এই যাত্রীদের রেলপথে ফেরাতেই রিটার্ন জার্নিতে ছাড় দিতে চলেছে ভারতীয় রেল। পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা আনছে ভারতীয় রেল।
রিটার্ন জার্নিতে ছাড় দিতে চলেছে ভারতীয় রেল
রিটার্ন জার্নিতে ছাড় দিতে চলেছে ভারতীয় রেল
advertisement

এই সুবিধা পাওয়ার জন্য যাওয়া এবং ফেরার টিকিট একই ট্রেনে হতে হবে। সফর শুরু করতে হবে ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে। ফেরার টিকিট হতে হবে ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে। সাধারণত দূরপাল্লার ট্রেনের অগ্রিম টিকিট ৬০ দিন আগে থেকে কাটা যায়। তবে এ ক্ষেত্রে ফেরার টিকিটের জন্য সেই নিয়ম থাকছে না। যাওয়ার টিকিটের সঙ্গেই ফেরার টিকিট কেটে নিতে পারবেন যাত্রীরা। যাওয়ার টিকিটে যে যাত্রীদের নাম থাকবে, ফেরার টিকিটেও সেই একই যাত্রীদের নাম থাকতে হবে। কোথা থেকে ট্রেনে উঠবেন এবং কোথায় নামবেন, সেই স্টেশনের নামও উভয় ক্ষেত্রে একই হতে হবে। তবেই ফেরার টিকিটের উপর ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। টিকিটও কাটতে হবে একসঙ্গেই।

advertisement

আরও পড়ুন : উত্তরে চলবে দুর্যোগ! অতি ভারী বৃষ্টিরও সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

উৎসবের মরশুমে দূরপাল্লার ট্রেনে যাওয়া-আসার টিকিটের উপর ২০ শতাংশ ছাড় দিচ্ছে ভারতীয় রেল। প্রাথমিক ভাবে দু’সপ্তাহের জন্য পরীক্ষামূলক ভাবে এই সুবিধা চালু করছে রেল। রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো কিছু ট্রেন (যেগুলির ভাড়া ওঠানামা করে) ছাড়া সকল দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে যাত্রীদের এই সুবিধা দেবে রেল। আগামী ১৪ অগস্ট থেকে এই বিশেষ ছাড়-সহ অগ্রিম টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'কুটির শিল্পে মায়ের ভুবন'! কালীপুজোয় অভিনব বার্তা নিয়ে হাজির বীরভূমের 'এই' পুজো
আরও দেখুন

যে শ্রেণীর কামরায় যাত্রা করা হবে, সেই একই শ্রেণির কামরায় ফেরার টিকিটও কাটতে হবে। এ ক্ষেত্রে টিকিট বাতিল করলে কোনও টাকা ফেরত পাওয়া যাবে না। অনলাইন এবং রেল স্টেশনে অগ্রিম বুকিং কাউন্টার থেকে, উভয় ক্ষেত্রেই এই টিকিট কাটতে পারবেন যাত্রীরা।আপাতত পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। ধাপে ধাপে সমস্ত ট্রেনেই এটি নিয়ে আসা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways Ticket Discount: ‘এই’ বিশেষ নিয়মে দূরপাল্লার ট্রেনে টিকিট কাটলেই পাবেন বিশাল ছাড়! জানুন ভারতীয় রেলের বড় সুবিধে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল