TRENDING:

Indian Railways Summer Special Train: পুজোর ছুটির আগে বিরাট খবর, সামার স্পেশ্যাল ট্রেনগুলির সময়সীমা ও সময়সূচি বদল! অবশ্যই জানুন

Last Updated:

Indian Railways Summer Special Train: সুবিধা পাবেন উৎসবের সময়ে ওয়েটিং লিস্টের যাত্রীরা। অবশ্যই জানুন ও টিকিট কেটে রাখুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অতিরিক্ত ভিড় হ্রাস করতে সামার স্পেশ্যাল ট্রেনগুলির সময়সীমা, বিদ্যমান চলাচল, সময়সূচি, স্টপেজ ও গঠনের সঙ্গে অক্টোবর, ২০২৩ পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement

সেই অনুযায়ী, ০৫৬১৬ নং. (গুয়াহাটি-উদয়পুর সিটি) স্পেশ্যাল ট্রেনটি এখন ২ জুলাই থেকে ২৯ অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক রবিবার করে ১৮টি ট্রিপের জন্য চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ০৫৬১৫নং (উদয়পুর সিটি-গুয়াহাটি) স্পেশ্যাল ট্রেনটি এখন ৫ জুলাই থেকে ১ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বুধবার করে ১৮টি ট্রিপের জন্য চলাচল করবে।

advertisement

আরও পড়ুন: ভোর চারটে, মালগাড়ির চালক তখন… বাঁকুড়ার ঘটনায় রেল যা জানাল, আতঙ্কে গায়ে কাঁটা দেবে

০৫৭৬২ নং. (কাটিহার-রাঁচি) স্পেশ্যাল ট্রেনটি এখন ৬ জুলাই থেকে ২৬ অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে ১৭টি ট্রিপের জন্য চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ০৫৭৬১নং (রাঁচি-কাটিহার) স্পেশ্যাল ট্রেনটি এখন ৭ জুলাই থেকে ২৭ অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শুক্রবার করে ১৭টি ট্রিপের জন্য চলাচল করবে।

advertisement

০৫৭৩৪ নং. (কাটিহার-অমৃতসর) স্পেশ্যাল ট্রেনটি এখন ৮ জুলাই থেকে ২৮ অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শনিবার করে ১৭টি ট্রিপের জন্য চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ০৫৭৩৩নং (অমৃতসর-কাটিহার) স্পেশ্যাল ট্রেনটি এখন ১০ জুলাই থেকে ৩০ অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক সোমবার করে ১৭টি ট্রিপের জন্য চলাচল করবে।

আরও পড়ুন: মুহূর্তে বদলে যাবে কলকাতার আকাশ, দুই পরগনাতেও বাজ ও বৃষ্টির সতর্কতা! জানুন

advertisement

০২৫১৮ নং. (গুয়াহাটি-কলকাতা) স্পেশ্যাল ট্রেনটি এখন ১৫ জুলাই থেকে ২৮ অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শনিবার করে ১৬টি ট্রিপের জন্য চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ০২৫১৭নং (কলকাতা-গুয়াহাটি) স্পেশ্যাল ট্রেনটি এখন ১৩ জুলাই থেকে ২৬ অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে ১৬টি ট্রিপের জন্য চলাচল করবে।

০২৫০২ নং. (আগরতলা-কলকাতা) স্পেশ্যাল ট্রেনটি এখন ১২ জুলাই থেকে ২৫ অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বুধবার করে ১৬টি ট্রিপের জন্য চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ০২৫০১নং (কলকাতা-আগরতলা) স্পেশ্যাল ট্রেনটি এখন ১৬ জুলাই থেকে ২৯ অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক রবিবার করে ১৬টি ট্রিপের জন্য চলাচল করবে।

advertisement

০৫৬৩৯ নং. (শিলচর-কলকাতা) স্পেশ্যাল ট্রেনটি এখন ২০ জুলাই থেকে ২৬ অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে ১৫টি ট্রিপের জন্য চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ০৫৬৪০নং (কলকাতা-শিলচর) স্পেশ্যাল ট্রেনটি এখন ২১ জুলাই থেকে ২৭ অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শুক্রবার করে ১৫টি ট্রিপের জন্য চলাচল করবে।

এছাড়াও, ০১৬৬৫ নং. (রানি কমলাপতি-আগরতলা) স্পেশ্যাল ট্রেনটির পরিষেবা ২৮ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পিতবার চালানোর জন্য বৃদ্ধি করা হয়েছে এবং ফেরত যাত্রার সময় ০১৬৬৬নং (আগরতলা-রানি কমলাপতি) স্পেশ্যাল ট্রেনটির পরিষেবা ০১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক রবিবার চালানোর জন্য বৃদ্ধি করা হয়েছে।

ট্রেনের পরিষেবা সম্প্রসারণ করার ফলে এই রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা উপকৃত হবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways Summer Special Train: পুজোর ছুটির আগে বিরাট খবর, সামার স্পেশ্যাল ট্রেনগুলির সময়সীমা ও সময়সূচি বদল! অবশ্যই জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল