রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০০৬ সালের মার্চ মাস থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রায় ২০ গ্রাম ওজনের সোনার প্রলেপযুক্ত রূপোর মুদ্রা উপহার হিসেবে দেওয়া হতো। গত দুই দশকে হাজার হাজার কর্মচারী এই বিশেষ সম্মান পেয়েছেন। এটি শুধু একটি উপহারই নয়, বরং রেলওয়েতে দীর্ঘদিনের সেবার স্বীকৃতি হিসেবেও দেখা হতো। ফলে এই প্রথা বন্ধ হওয়া অনেকের কাছেই আবেগঘন বিষয় হয়ে উঠেছে।
advertisement
রেলওয়ে বোর্ডের প্রধান নির্বাহী পরিচালক রেণু শর্মা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে এ বিষয়ে একটি সরকারি নোটিফিকেশন জারি করেন। নোটিফিকেশনে স্পষ্টভাবে বলা হয়েছে, “অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তাদের সোনার প্রলেপ দেওয়া রৌপ্য পদক প্রদানের প্রথা বন্ধ করা হলো।” এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং ভবিষ্যতে আর কোনও অবসরপ্রাপ্ত কর্মচারী এই পদক পাবেন না।
আরও পড়ুনঃ Gautam Gambhir: গৌতম গম্ভীরকে সরানোর পরিকল্পনা করছে বিসিসিআই? অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড!
এই সিদ্ধান্তের পেছনে ভোপাল ডিভিশনে প্রকাশ্যে আসা ‘নকল রূপোর পদক কেলেঙ্কারি’ বড় কারণ বলে জানা গেছে। তদন্তে দেখা যায়, বিতরণ করা পদকগুলিতে মাত্র ০.২৩ শতাংশ রূপো ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট সরবরাহকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া চলছে। নতুন নিয়ম অনুযায়ী, ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে অবসর নেওয়া কর্মকর্তারাও আর এই পদক পাবেন না।
