ট্রেন নং. ১২৫১৩/১২৫১৪ সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটির চলাচল দক্ষিণ অসমের শিলচর পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। গুয়াহাটি ও শিলচরের মধ্যে বদরপুর, নিউ হাফলং, লামডিং, হোজাই ও জাগীরোড স্টেশনে স্টপেজ দেওয়া হবে। একইভাবে, ট্রেন নং. ১২৫১৯/১২৫২০ লোকমান্য তিলক-কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটির চলাচল ত্রিপুরার আগরতলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। গুয়াহাটি ও আগরতলার মধ্যে আম্বাসা, ধর্মনগর, বদরপুর, নিউ হাফলং, লামডিং, হোজাই ও চাপরমুখ স্টেশনে স্টপেজ দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: আধার কার্ডের কারণেই জীবনে নামল অন্ধকার, অ্যাকাউন্ট থেকে টাকা উধাও দেগঙ্গার ব্যক্তির!
এই ট্রেনগুলির পরিষেবা উত্তর পূর্বাঞ্চলের দূরবর্তী এলাকাগুলিকে মুম্বাই ও সেকেন্দ্রাবাদের সাথে সংযুক্ত করবে। ট্রেন নং. ১২৫১৪ (শিলচর-গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ) এক্সপ্রেস ট্রেনটি এখন শিলচর থেকে বুধবার রাত ০৭.৪৫ ঘণ্টায় রওনা দিবে এবং সেকেন্দ্রাবাদে শুক্রবার সকাল ০৩.৩৫ ঘণ্টায় পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ১২৫১৩ (সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি-শিলচর) এক্সপ্রেস ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে শনিবার বিকেল ০৪.৩৫ ঘণ্টায় রওনা দিয়ে শিলচর স্টেশনে সোমবার রাত ১১.৪৫ ঘণ্টায় পৌঁছবে।ট্রেন নং. ১২৫২০ (আগরতলা-কামাখ্যা-লোকমান্য তিলক) এক্সপ্রেস ট্রেনটি এখন আগরতলা স্টেশন থেকে বৃহস্পতিবার সকাল ০৬.০০ ঘণ্টায় রওনা দিবে এবং লোকমান্য তিলক স্টেশনে শনিবার বিকেল ০৪.১৫ ঘণ্টায় পৌঁছবে।
আরও পড়ুন: ‘আনন্দ পাঠ’ পাঠশালা পেল স্কচ অ্যাওয়ার্ড, খুশির হাওয়া বীরভূমে!
ফেরত যাত্রার সময় ট্রেন নং. ১২৫১৯ (লোকমান্য তিলক-কামাখ্যা-আগরতলা) এক্সপ্রেস ট্রেনটি লোকমান্য তিলক স্টেশন থেকে রবিবার সকাল ০৭.৫০ ঘণ্টায় রওনা দিবে এবং মঙ্গলবার রাত ০৭.৫০ ঘণ্টায় আগরতলা স্টেশনে পৌঁছবে।এই রেল পরিষেবা চালু হওয়ায় যারা চিকিৎসার জন্য যেতে চান তাদের সুবিধা হবে।