TRENDING:

Indian Railways: বিমানের মতো রেলেও এবার 'রাউন্ড ট্রিপ' টিকিট, পাবেন ২০% ছাড়! IRCTC থেকে টিকিট কাটলে কীভাবে মিলবে সুবিধা? বিস্তারিত জেনে নিন

Last Updated:

Indian Railways: বিমানের মতো এবারে ভারতীয় রেলের 'রাউন্ড ট্রিপ' স্কিমের সুবিধা উপভোগ করতে পারবেন রেলযাত্রীরা। ভারতীয় রেলের রাউন্ড ট্রিপ স্কিমের সুবিধা ইতিমধ্যেই মিলছে, তাতে মিলবে দামে ছাড়ও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিমানের মতো এবারে ভারতীয় রেলের ‘রাউন্ড ট্রিপ’ স্কিমের সুবিধা উপভোগ করতে পারবেন রেলযাত্রীরা। ভারতীয় রেলের রাউন্ড ট্রিপ স্কিমের সুবিধা ইতিমধ্যেই মিলছে, তাতে মিলবে দামে ছাড়ও। দুর্গাপুজো হোক বা দীপাবলি, ছট…উৎসবের মরশুমে পর্যটকরা নির্দ্বিধায় এবারে রাউন্ড ট্রিপের টিকিট কেটে যাত্রা করতে পারবেন। বিশেষ ট্রেনের ক্ষেত্রেও এই সুবিধা পাবেন যাত্রীরা। এতে যেমন একদিনে টিকিট কাটতেও পারবেন যাত্রীরা, তেমনই টিকিটের দামও কমবে বেশ খানিকটা, এমনই দাবি রেলকর্তাদের। তবে তৎকাল টিকিটের ক্ষেত্রে এই স্কিমের সুবিধা পাওয়া যাবে না।
বিমানের মতো রেলেও 'রাউন্ড ট্রিপ' টিকিট
বিমানের মতো রেলেও 'রাউন্ড ট্রিপ' টিকিট
advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ’-এর অধীনে, কেবলমাত্র ফিরতি যাত্রার মূল ভাড়ার উপর ২০ শতাংশ ছাড় মিলবে। এক বিবৃতিতে রেল মন্ত্রক জানিয়েছে, “১৩ অক্টোবর ২০২৫ তারিখে যাত্রার জন্য টিকিট বুকিং শুরু হয়েছে ১৪.০৮.২০২৫ অর্থাৎ ১৪ অগাস্ট। ১৩ অক্টোবর ২০২৫ থেকে ২৬ অক্টোবর ২০২৫-এর মধ্যে ট্রেন শুরুর তারিখের জন্য প্রথমে টিকিট বুক করা হবে এবং পরবর্তীকালে ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ট্রেন শুরুর তারিখের জন্য কানেক্টিং জার্নি ফিচার ব্যবহার করে রিটার্ন জার্নি টিকিট বুক করা হবে। ফিরতি যাত্রার বুকিংয়ের জন্য অগ্রিম রিজার্ভেশন সময়কাল প্রযোজ্য হবে না।”

advertisement

আরও পড়ুনঃ কলকাতার কাছেই ‘ভার্জিন’ এই সমুদ্র সৈকত! কিন্তু আজও খোঁজ পাননি ৯০% মানুষই, চলতি ছুটিতে গাড়ি থাকলে ঘুরে নিন

১৩ অক্টোবর-২৬ অক্টোবর ২০২৫ (উৎস স্টেশন থেকে যাত্রা শুরু করা ট্রেনগুলির জন্য) মেনু-এর অধীনে “Festival Round Trip Scheme” সাব-মেনু থেকে অথবা উপরে উল্লিখিত ভ্রমণ তারিখের জন্য সাধারণ বুকিং প্রবাহ থেকে পরবর্তী যাত্রার টিকিট বুক করা যাবে।

advertisement

প্রধান নেভিগেশন বার থেকে “ট্রেন” > “Festival Round Trip Scheme” বিকল্পটি নির্বাচন করুন।প্রদর্শিত সমস্ত তথ্য এবং বিস্তারিত শর্তাবলী পড়ুন এবং ঠিক আছে বোতাম দিয়ে এগিয়ে যান প্রয়োজন অনুসারে স্টেশন, যাত্রার তারিখ, ক্লাস জমা দিন এবং এগিয়ে যান। বুকিং প্রক্রিয়া সম্পন্ন করার পরে, ব্যবহারকারীদের বুক করা পনর বিবরণ-সহ বুকিং নিশ্চিত করার পেজ সামনে আসে। বুকিং নিশ্চিতকরণ পৃষ্ঠায়, অনুগ্রহ করে “Book Return Ticket (20% Discount)”-এ ক্লিক করুন। “Booked Ticket History” পেজে বুক করা টিকিটের বিপরীতে একই বোতাম পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুনঃ স্বাদের মহারাজ ‘৫’ সবজি ফিতাকৃমির আঁতুরঘর! পাকস্থলীতে বাসা বাঁধে, খাদ্যনালী বেয়ে পৌঁছে কুরে কুরে খায় ব্রেন! বর্ষায় খাওয়ার আগে ভাবুন

মনে রাখবেন যে পরবর্তী যাত্রার টিকিট স্বাভাবিক বুকিং প্রবাহ থেকেও বুক করা যেতে পারে, তবে ব্যবহারকারীরা নিশ্চিত করতে পারেন যাত্রার তারিখগুলি নির্ধারিত মানদণ্ডের অধীনে রয়েছে যেমন ১৩ অক্টোবর – ২৬ অক্টোবর ২০২৫ (সোর্স স্টেশন থেকে যাত্রা শুরু হওয়া ট্রেনগুলির জন্য)।

advertisement

রাউন্ড ট্রিপ স্কিমের অধীনে রিটার্ন জার্নির টিকিট কীভাবে বুক করবেন

রিটার্ন যাত্রার ভ্রমণের তারিখ: ১৭ নভেম্বর – ১ ডিসেম্বর ২০২৫ (সোর্স স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনগুলির জন্য)

রিটার্ন যাত্রার বুকিং “Booking Confirmation page”-এ “Book Return Ticket (20% Discount)” বোতাম অথবা অনওয়ার্ড জার্নির টিকিটের “Booked Ticket History” ব্যবহার করে শুরু করতে হবে। অনওয়ার্ড জার্নির টিকিট বুক করার পরে, ব্যবহারকারী “Book Return Ticket (20% Discount)”-এ ক্লিক করে “বুক করা টিকিট বুক করা পৃষ্ঠা” অথবা অনওয়ার্ড জার্নির টিকিটের “বুক করা টিকিটের ইতিহাস” থেকে রিটার্ন যাত্রার টিকিটের জন্য এগিয়ে যেতে পারেন।

বোতামে ক্লিক করার পরে, প্রদর্শিত সমস্ত তথ্য এবং বিস্তারিত শর্তাবলী পড়ুন এবং “ওকে” বোতামটি দিয়ে এগিয়ে যান।

উৎস– গন্ব্য স্টেশন অনওয়ার্ড জার্নি টিকিটের মতো একই হবে। ভ্রমণের শ্রেণী এবং যাত্রী তালিকাও অনওয়ার্ড জার্নি টিকিটের মতোই হওয়া উচিত। ব্যবহারকারী প্রয়োজন অনুসারে যাত্রার তারিখ নির্বাচন করতে পারেন, তবে ব্যবহারকারীরা নিশ্চিত করতে পারেন যে যাত্রার তারিখগুলি নির্ধারিত মানদণ্ডের অধীনে রয়েছে যেমন ১৭ নভেম্বর-১ ডিসেম্বর ২০২৫ (উৎস স্টেশন থেকে যাত্রা শুরুকারী ট্রেনগুলির জন্য)। সফলভাবে টাকা দেওয়ার পরে রিটার্ন জার্নি টিকিট বুক করা হবে। ফেস্টিভ্যাল রাউন্ড ট্রিপ স্কিমের অধীনে বুক করা টিকিটের জন্য, অনওয়ার্ড/রিটার্ন যাত্রার ERS যাত্রার অন্য পর্যায়ের PNR-ও দেখাবে।

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: বিমানের মতো রেলেও এবার 'রাউন্ড ট্রিপ' টিকিট, পাবেন ২০% ছাড়! IRCTC থেকে টিকিট কাটলে কীভাবে মিলবে সুবিধা? বিস্তারিত জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল