TRENDING:

Indian Railways: ট্রেনের একাধিক রদবদল! বাতিলও হয়েছে বেশ কিছু, উত্তর থেকে দক্ষিণে যাওয়ার আগে জানুন সময়সূচী

Last Updated:

Indian Railways: যাত্রীদের সুবিধার্থে ট্রেন চলাচলের মেয়াদ বৃদ্ধিউন্নয়নমূলক কাজের জন্য ট্রেন বাতিল, পথ পরিবর্তন ও সময় পুনর্নির্ধারণ করা হয়েছে ৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার লক্ষ্যে কয়েকটি ট্রেনের পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি বিদ্যমান পরিষেবার দিন, সময়সূচি ও স্টপেজের সাথে চলাচল করবে।সেই অনুযায়ী ট্রেন নং. ০৭০২৯ (আগরতলা-সেকেন্দ্রাবাদ) স্পেশাল ০৫ জুলাই থেকে ০৪ অক্টোবর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবার এবং ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৭০৩০ (সেকেন্দ্রাবাদ-আগরতলা) স্পেশাল ০১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার করে চলাচল করবে।
 ট্রেনের একাধিক রদবদল! বাতিলও হয়েছে বেশ কিছু, উত্তর থেকে দক্ষিণে যাওয়ার আগে জানুন সময়সূচী
ট্রেনের একাধিক রদবদল! বাতিলও হয়েছে বেশ কিছু, উত্তর থেকে দক্ষিণে যাওয়ার আগে জানুন সময়সূচী
advertisement

একইভাবে উভয় দিক থেকে পাঁচটি করে ট্রিপের জন্য ট্রেন নং. ০৩০২৮ (নিউ জলপাইগুড়ি-হাওড়া) স্পেশাল ০৪ জুলাই থেকে ০১ আগষ্ট, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার এবং ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৩০২৭ (হাওড়া-নিউ জলপাইগুড়ি) স্পেশাল ০৩ থেকে ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার করে চলাচল করবে। উভয় দিক থেকে চারটি করে ট্রিপের জন্য ট্রেন নং. ০৩১০৬ (জাগীরোড-শিয়ালদহ) স্পেশাল ০৬ থেকে ২৭ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শনিবার করে এবং ফেরত যাত্রার সময় ০৩১০৫ (শিয়ালদহ-জাগীরোড) স্পেশাল ০৫ থেকে ২৬ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবার করে চলাচল করবে।উন্নয়নমূলক কাজের জন্য নর্থ ইস্টার্ন রেলওয়ের গোন্ডা-বুরওয়াল সেকশনে প্রস্তাবিত প্রি নন-ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং কাজ এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীনে অন্ডাল স্টেশনে নন-ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত ট্রেনগুলির চলাচল নীচের বিবরণ অনুযায়ী বাতিল, পথ পরিবর্তন ও সময় পুনর্নির্ধারণ করা হয়েছে৷

advertisement

আরও পড়ুন-    বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

ট্রেনের বাতিলকরণ: ১ জুলাই, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৬৫৬ (গুয়াহাটি-জম্মু তাওয়াই) এক্সপ্রেস এবং ট্রেন নং. ০৪৬৭৯(গুয়াহাটি-শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা) স্পেশাল। ৩ জুলাই, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৪৬৫৪ (অমৃতসর-নিউ জলপাইগুড়ি) স্পেশাল।  ৪ জুলাই, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং.০৫৬৫৫ (জম্মু তাওয়াই-গুয়াহাটি) এক্সপ্রেস।  ৫ জুলাই, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৪৬৫৩ (নিউ জলপাইগুড়ি-অমৃতসর) স্পেশাল।

advertisement

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

ট্রেনের পথ পরিবর্তন: ০৪ জুলাই, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৮ (শিলচর-তিরুবন্তপুরম সেন্ট্রাল) এক্সপ্রেস, ৩০ জুন, ০২ ও ০৪ জুলাই, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২২৫০৪ (ডিব্রুগড়-কন্যাকুমারী) এক্সপ্রেস, ৩০ জুন ও ০১ জুলাই, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫১০ (গুয়াহাটি-এসএমভিটি বাঙ্গালুরু) এক্সপ্রেস এবং ০২ জুলাই, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫১৬ (শিলচর-কোয়েম্বাটোর) এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মেদিনাপুর-হিজলি-ভদ্রক হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।   ৩০ জুন ও ৩ জুলাই, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯০৪ (চণ্ডীগড়-ডিব্রুগড়)এক্সপ্রেস বরাবাঙ্কি-অযোধ্যা ক্যান্ট.-অযোধ্যা-শাহগঞ্জ-জাউনপুর-বারাণসী-আউনরিহার-ছাপরা হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

advertisement

১ জুলাই, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯০৩ (ডিব্রুগড়-চণ্ডীগড়) এক্সপ্রেস ছাপরা-আউনরিহার-বারাণসী-জাউনপুর-শাহগঞ্জ-অযোধ্যা-অযোধ্যা ক্যান্ট.-বরাবাঙ্কি হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে। ২ জুলাই, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৯১৯০ (কাটিহার-মুম্বাই সেন্ট্রাল) স্পেশাল মানকাপুর-অযোধ্যা-আর্টস কলেজ-বরাবাঙ্কি হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ট্রেনের সময় পুনর্নির্ধারণ: ০৩ জুলাই, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭০৭ (কাটিহার-অমৃতসর) এক্সপ্রেসের যাত্রার সময় ১০.৪৫ ঘণ্টার পরিবর্তে ১৩.৩০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ০৩ জুলাই, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৫৩ (গুয়াহাটি-জম্মু তাওয়াই) এক্সপ্রেসের যাত্রার সময় ১৪.০০ ঘণ্টার পরিবর্তে ১৬.৪৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ০৩ জুলাই, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং ১৫৬৫২ (জম্মু তাওয়াই-গুয়াহাটি) এক্সপ্রেসের যাত্রার সময় ২২.৪৫ ঘণ্টার পরিবর্তে ০৪ জুলাই, ২০২৪ তারিখের ১২.০০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: ট্রেনের একাধিক রদবদল! বাতিলও হয়েছে বেশ কিছু, উত্তর থেকে দক্ষিণে যাওয়ার আগে জানুন সময়সূচী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল