TRENDING:

Indian Railways: বিরাট ঘোষণা ভারতীয় রেলের! এক ট্রেনের খবরেই লক্ষ-লক্ষ মানুষের মুখে হাসি, খুশি হবেন আপনিও

Last Updated:

Indian Railways: উত্তর পূর্বাঞ্চলের জন্য ২১ মার্চ থেকে পরিচালনা করা হবে ভারত গৌরব ট্রেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দেশের বৃহত্তম পরিবহণকারী ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে ভারত গৌরব ডিলাক্স এসি টুরিস্ট ট্রেনের দ্বারা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি অন্বেষণের জন্য বিশেষভাবে তৈরি একটি ভ্রমণ পরিচালনা
শুরু হচ্ছে ভারত গৌরব ট্রেন
শুরু হচ্ছে ভারত গৌরব ট্রেন
advertisement

করা হবে। এই ট্রেনটি ২১ মার্চ, ২০২৩ তারিখে দিল্লি সফদর্জং রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং ১৫ দিনের ভ্রমণে অসমের গুয়াহাটি, শিবসাগর, ফরকাটিং ও কাজিরাঙা, ত্রিপুরার উনাকোটি, আগরতলা ও উদয়পুর, নাগাল্যান্ডের ডিমাপুর ও কোহিমা এবং মেঘালয়ের শিলং ও চেরাপুঞ্জি প্রদিক্ষণ করবে।

০০৪১২নং ভারত গৌরব ডিলাক্স এসি টুরিস্ট ট্রেনটি দিল্লি সফদর্জং স্টেশন থেকে ২১ মার্চ, ২০২৩ তারিখে রওনা দিবে। পর্যটকরা গাজিয়াবাদ, আলিগড়, তুন্দলা, এতোওয়াহ, কানপুর ও লখনউ স্টেশন থেকে ট্রেনটিতে চড়তে এবং নামতে পারবেন। ১৪ রাত ও ১৫ দিনের এই পরিভ্রমণের সময় ট্রেনটি ২৩ মার্চ, ২০২৩ তারিখে প্রথম বিরতি দিবে গুয়াহাটিতে,

advertisement

এখানে পর্যটকরা কামাখ্যা মন্দির, উমানন্দ মন্দির ও ব্রহ্মপুত্রে সানসেট ক্রুজ পরিদর্শন করবেন। এরপর ট্রেনটি সারা রাত ভ্রমণ

করে ২৫ মার্চ, ২০২৩ তারিখে নাহরলাগুন রেলওয়ে স্টেশনে পৌঁছবে,

যেখান থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত পরবর্তী গন্তব্য অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। এরপর ২৬ মার্চ, ২০২৩ তারিখে ট্রেনটি অসমের পূর্ব প্রান্তে আহোম রাজত্বের পুরোনো রাজধানী শিবসাগরে পৌঁছবে। এই ভ্রমণসূচিতে অন্যান্য ঐতিহ্যবাহী স্থানের পাশাপাশি রয়েছে শিবসাগরের বিখ্যাত শিবদৌল। এরপর রয়েছে যোরহাটের চা বাগান

advertisement

পরিদর্শন এবং কাজিরাঙা জাতীয় উদ্যানে ভোরবেলা জঙ্গল সাফারির অভিজ্ঞতা লাভের জন্য পর্যটকদের কাজিরাঙায় রাত্রি যাপন।

আরও পড়ুন: পাহাড়ের মাথায় বিমান ভেঙে আটকে ৭২ দিন, খিদে মেটাতে নরমাংসই খেলেন বেঁচে যাওয়া যাত্রীরা!

এরপর ডিলাক্স এসি টুরিস্ট ট্রেনটি ত্রিপুরার উদ্দেশ্য ফরকাটিং রেলওয়ে স্টেশন থেকে ২৭ মার্চ, ২০২৩ তারিখে রওনা দিবে, যেখানে দর্শনীয় স্থান হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে বিখ্যাত উজ্জ্বয়ন্ত প্যালেস সহ উনাকোটি ও আগরতলার বিখ্যাত ঐতিহ্যবাহী স্থানগুলি। পরের দিন পরিদর্শন করা হবে নীরমহল প্যালেস ও উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির। ত্রিপুরার পর ট্রেনটি নাগাল্যান্ড দর্শনের জন্য ২৯ মার্চ, ২০২৩ তারিখে ডিমাপুরের উদ্দেশ্য রওনা দিবে। স্থানীয় বিভিন্ন স্থান পরিদর্শন করানোর জন্য ডিমাপুর স্টেশন থেকে পর্যটকদের বাসের মাধ্যমে কোহিমা নিয়ে যাওয়া হবে। ০১ এপ্রিল, ২০২৩ তারিখে টুরিস্ট ট্রেনটির চূড়ান্ত হল্ট হবে গুয়াহাটি। স্থলপথ দিয়ে পর্যটকদের মেঘালয়ের রাজধানী শিলঙে নিয়ে যাওয়ার সময় রাজকীয় উমিয়াম লেকের পথে ছোট্ট বিরতি দেওয়া হবে। পরের দিন পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত চেরাপুঞ্জী ভ্রমণের মাধ্যমে শুরু হবে। এরপর একে একে শিলং পিক, এলিফেন্ট ফল্স, নাওখালিকাই ফল্স ও মাওসমাই কেভ পরিদর্শন করা হবে। এরপর ০২ এপ্রিল, ২০২৩ তারিখে দিল্লিতে ফেরত যাওয়ার জন্য পর্যটকরা চেরাপুঞ্জী থেকে গুয়াহাটি স্টেশনে এসে ট্রেনে চড়বেন। ট্রেনটি ০৪ এপ্রিল, ২০২৩ তারিখের ১৩.৩০ ঘণ্টায় দিল্লি সফদর্জং স্টেশনে পৌঁছবে।

advertisement

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মূল মাথা কে? ইডি-কে জানিয়ে দিলেন শান্তনু! তোলপাড়, এবার তবে কাকে ডাক?

আধুনিক ডিলাক্স এসি টুরিস্ট ট্রেনটিতে দুটি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট ও একটি আধুনিক রান্না ঘর থাকবে। সম্পূর্ণরূপে বাতানুকূল এই

ট্রেনটিতে তিন রকমের যথা এসি I, এসি II এবং এসি III আসন রয়েছে। সিসিটিভি ক্যামেরা, ইলেকট্রনিক সেফ এবং প্রত্যেক কোচের জন্য সুরক্ষাকর্মী নিয়োগের মতো বর্ধিত নিরাপত্তা বৈশিষ্ট্য এই ট্রেনটিতে

advertisement

থাকবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভ্যন্তরীণ পর্যটন প্রচারের জন্য ভারত সরকারের “এক ভারত শ্রেষ্ঠ ভারত” এবং ‘‘দেখো আপনা দেশ” উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে ভারত গৌরব ট্রেন চালু করা হয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: বিরাট ঘোষণা ভারতীয় রেলের! এক ট্রেনের খবরেই লক্ষ-লক্ষ মানুষের মুখে হাসি, খুশি হবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল