গুয়াহাটি: অসমের নওগাঁও জেলায় কামপুরের কাছে প্রচণ্ড গতিতে ছুটে আসা রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে ৭টি হাতির৷ ঘটনার অভিঘাতে লাইনচ্যুত হয়েছে রাজধানীর ৫টি গাড়ি৷ রাত আড়াইটে নাগাদ ওই হাতির পালটি রেললাইন পেরচ্ছিল৷ সেই সময় প্রচণ্ড গতিতে ছুটে আসে দিল্লিগামী লামডিং-নয়াদিল্লি ট্রেন৷ ঘনল কুয়াশার কারণে খানিক দেরিতেই ট্র্যাকে থাকা হাতির পালকে দেখতে পান ট্রেনের চালক৷ কিন্তু, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে৷ এমারজেন্সি ব্রেক কষেও লাভ হয়নি কোনও৷ ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় ৭টি হাতির দেহ৷ গুরুতর আহত হয় এক হস্তিশাবক৷
advertisement
দুর্ঘটনার জেরে ৯টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ১৩টি ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে৷ শনিবারের দুর্ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব রেলের যমুনামুখ-কামপুর সেকশনের লামডিং ডিভিশনে৷ এলাকাটি গুয়াহাটি থেকে ১২৬ কিলোমিটার দূরে৷ গতকাল রাত ২টো নাগাদ রেল লাইন পার হওয়া হাতির পালের সঙ্গে সজোড়ে ধাক্কা লাগে রাজধানী ট্রেনটির৷ লাইচ্যুত হয় ট্রেনের ইঞ্জিন সহ ৫টি কামরা৷
এন.এফ. রেলওয়ের জেনারেল ম্যানেজার এবং লামডিং-এর বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ ঊর্ধ্বতন রেল কর্মকর্তারাও ঘটনাস্থলে ছুটে যান বলে খবর। ক্ষতিগ্রস্ত কোচগুলোর যাত্রীদের অন্য কোচগুলোতে উপলব্ধ খালি বার্থগুলোতে সাময়িকভাবে থাকার ব্যবস্থা করা হয়।
ক্ষতিগ্রস্ত কোচগুলি বিচ্ছিন্ন করার পর ট্রেনটি সকাল ০৬:১১ মিনিটে গুয়াহাটির উদ্দেশে ঘটনাস্থল ত্যাগ করে। ট্রেনটি গুয়াহাটি পৌঁছানোর পরে ক্ষতিগ্রস্ত কোচগুলোর যাত্রীদের জন্য অতিরিক্ত কোচ যুক্ত করা হয় এবং ট্রেনটি পুনরায় তার যাত্রা শুরু করে।
আরও পড়ুন: ঘন কুয়াশার জের, রানাঘাটে নামতেই পারল না মোদির কপ্টার! ফিরল কলকাতায়
জানা গিয়েছে, ঘটনাটি এমন একটি স্থানে ঘটেছে যা কোনও নির্দিষ্ট হাতি চলাচলের পথ নয়। লোকো পাইলট হাতির পাল দেখতে পেয়ে জরুরি ব্রেক প্রয়োগ করেন। তবে তা-ও দুর্ঘটনা আটকানো যায়নি৷ হাতিগুলো ট্রেনের সাথে ধাক্কা খায়। ওই অংশ দিয়ে যাওয়ার কথা থাকা ট্রেনগুলোকে আপ লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পুনরুদ্ধারের কাজ চলছে।
