TRENDING:

Indian Railway: ছটের ভিড় সামলাতে বিশেষ ব‍্যবস্থা রেলের! চলবে ৮ টি স্পেশ‍্যাল রেল, ট্রেনের টাইম জেনে নিন

Last Updated:

Indian Railway: ছট উৎসবের জন্য রেলওয়ে স্টেশনগুলিতে বর্তমান যাত্রীদের ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে থেকে ০৯ নভেম্বর, ২০২৪ তারিখে আটটি স্পেশাল ট্রেন পরিষেবা পরিচালন করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছট উৎসবের জন্য রেলওয়ে স্টেশনগুলিতে বর্তমান যাত্রীদের ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে থেকে ০৯ নভেম্বর, ২০২৪ তারিখে আটটি স্পেশাল ট্রেন পরিষেবা পরিচালন করা হবে, ০৯ নভেম্বর, ২০২৪ তারিখের জন্য।
ছটের ভিড় সামলাতে বিশেষ ব‍্যবস্থা রেলের! চলবে ৮ টি স্পেশ‍্যাল রেল, ট্রেনের টাইম জেনে নিন
ছটের ভিড় সামলাতে বিশেষ ব‍্যবস্থা রেলের! চলবে ৮ টি স্পেশ‍্যাল রেল, ট্রেনের টাইম জেনে নিন
advertisement

স্পেশাল ট্রেনের বিবরণ:

➢ ট্রেন নং. ০৫৯০৩ (কাটিহার-মুজফফরপুর) স্পেশাল কাটিহার থেকে ২১:৪০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৪:০০ ঘণ্টায় মজফফরপুর পৌঁছবে।

➢ ট্রেন নং. ০৭৫৪১ (কাটিহার-দাউরাম মধপুরা) স্পেশাল কাটিহার থেকে ১৯:০০ ঘণ্টায় রওনা দিয়ে ২২:০০ ঘণ্টায় দাউরাম মধপুরা পৌঁছবে।

আরও পড়ুন: সকলেরই হয়, তাও ৯৯% লোকজনই জানে না কারণ! ভয় পেলে, ঠাণ্ডা লাগলেই খাড়া লোমকূপ, গায়ে কেন শীতকাঁটা ফোটে জানেন?

advertisement

➢ ট্রেন নং. ০৪০৪৭ (কাটিহার-আনন্দ বিহার টার্মিনাল) স্পেশাল কাটিহার থেকে ১৮:০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৭:৫০ ঘণ্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে।

➢ ট্রেন নং. ০৭৫৪০ (কাটিহার-মনিহারি) স্পেশাল কাটিহার থেকে ২০:৩০ ঘণ্টায় রওনা দিয়ে ২১:৩০ ঘণ্টায় মনিহারি পৌঁছবে।

➢ ট্রেন নং. ০৫৭৪০ (নিউ জলপাইগুড়ি-পাটনা) স্পেশাল নিউ জলপাইগুড়ি থেকে ০৫:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১৭:৪০ ঘণ্টায় পাটনা পৌঁছবে।

advertisement

➢ ট্রেন নং. ০৪১৯৬ (ফরবেশগঞ্জ-আগ্রা ক্যান্ট.) স্পেশাল ফরবেশগঞ্জ থেকে ১৮:৪০ ঘণ্টায় রওনা দিয়ে ১১ নভেম্বর, ২০২৪ তারিখের ০৭:১০ ঘণ্টায় আগ্রা ক্যান্ট. পৌঁছবে।

আরও পড়ুন: বলুন তো পৃথিবীর কোন দেশে টানা ৭৬ দিন সূর্য ডোবে না? অন্ধকারের বালাই নেই! রাতেও দিব‍্যি দেখা যায় দিনের মতো সূর্যের আলো

advertisement

➢ ট্রেন নং. ০৫৯৩২ (ডিব্রুগড়-কলকাতা টার্মিনাল) স্পেশাল ডিব্রুগড় থেকে ০৭:২০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ২৩:০০ ঘণ্টায় কলকাতা টার্মিনাল পৌঁছবে।

➢ ট্রেন নং. ০৯৫২৬ (নাহরলগুন-হাপা) স্পেশাল নাহরলগুন থেকে ১০:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১২ নভেম্বর, ২০২৪ তারিখের ০৩:০০ ঘণ্টায় হাপা পৌঁছবে।যাত্রীদের সুবিধার্থে স্টেশনগুলিতে ব্যাপক ব্যবস্থা প্রদান করা হয়েছে। ট্রেনে যাত্রীদের সহজ ওঠা-নামা করার জন্য রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পক্ষ থেকে স্টেশনগুলিতে সংগঠিত ও স্মুথ বোর্ডিং ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

যাত্রীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে পাবলিক অ্যানাউন্সমেন্ট ব্যবস্থা, ট্রেন ডিসপ্লে বোর্ড, সিটিং এরিয়া ও সিসিটিভি ক্যামেরা সহ নির্ধারিত ওয়েটিং এরিয়ার ব্যবস্থা করা হয়েছে। আপডেটেড বিবরণ ও তথ্যের জন্য যাত্রীদের উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্ম দেখার জন্য অনুরোধ জানানো হচ্ছে, বলে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: ছটের ভিড় সামলাতে বিশেষ ব‍্যবস্থা রেলের! চলবে ৮ টি স্পেশ‍্যাল রেল, ট্রেনের টাইম জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল