TRENDING:

Indian Railway: পড়শি রাজ্যে চাকরির পরীক্ষা যারা দিতে যাবেন তাদের জন্য স্পেশাল ট্রেন

Last Updated:

Indian Railway: এডিআরই পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের সাহায্যের লক্ষ্যে ৫ জোড়া এগজামিনেশন স্পেশাল ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এডিআরই পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের সাহায্যের লক্ষ্যে ৫ জোড়া এগজামিনেশন স্পেশাল ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে।  রবিবার নির্ধারিত আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজামিনেশন (এডিআরই) পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য প্রার্থীদের সাহায্য ও অতিরিক্ত ভিড় সামলানোর লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ০৫ জোড়া এগজামিনেশন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে এই ট্রেনগুলি উভয় দিকে একটি করে ট্রিপের জন্য চালানো হবে।
পড়শি রাজ্যে চাকরির পরীক্ষা যারা দিতে যাবেন তাদের জন্য স্পেশাল ট্রেন
পড়শি রাজ্যে চাকরির পরীক্ষা যারা দিতে যাবেন তাদের জন্য স্পেশাল ট্রেন
advertisement

এই স্পেশাল ট্রেনগুলির বিবরণ নিম্নরূপ:

➢ ট্রেন নং. ০৫১০১/০৫১০২ (করিমগঞ্জ – শিলচর – করিমগঞ্জ) পরীক্ষা স্পেশাল ২৭ অক্টোবর, ২০২৪ তারিখের যথাক্রমে ০৪:০০ ঘন্টায় করিমগঞ্জ এবং ২১:০০ ঘন্টায় শিলচর থেকে রওনা দিয়ে একই দিনে গন্তব্য স্থান শিলচর ০৬:৪০ ঘন্টায় এবং করিমগঞ্জ ২৩:৪০ ঘন্টায় পৌঁছাবে। এই ট্রেনগুলি যাত্রাপথে গুরুত্বপূর্ণ স্টেশন যেমন নিউ করিমগঞ্জ, ভাংগা, বদরপুর, অরুণাচল ইত্যাদি স্টেশন থামবে।

advertisement

আরও পড়ুন: কেটে রাখলেই কালো হয়ে যায় আপেল! ছোট্ট টিপস মানলেই কেল্লাফতে, ধবধবে সাদা থাকবে ঘণ্টার পর ঘণ্টা

➢ ট্রেন নং. ০৫১১৯ (মরিয়নি – নারেঙ্গি) পরীক্ষা স্পেশাল ২৬ অক্টোবর, ২০২৪ তারিখের ১৫:৩৫ ঘণ্টায় মরিয়নি থেকে রওনা দিয়ে পরের দিন ০৫:০০ ঘণ্টায় নারেঙ্গি পৌঁছাবে। একইভাবে, ট্রেন নং. ০৫১২০ (নারেঙ্গি – মরিয়নি) পরীক্ষা স্পেশাল ২৭ অক্টোবর, ২০২৪ তারিখের ১৫:৩০ ঘণ্টায় নারেঙ্গি থেকে রওনা দিয়ে ২৮ অক্টোবর, ২০২৪ তারিখের ০৪:০০ ঘণ্টায় মরিয়নি পৌঁছাবে। উক্ত দুটি ট্রেনেই যাত্রাপথে গুরুত্বপূর্ণ স্টেশন যেমন যোরহাট টাউন, বরুয়া বামুনগাঁও, নুমলিগড়, বরপাথার, ডিমাপুর, ডিফু, লামডিং, লংকা, চাপরমুখ, জাগিরোড, ডিগারু ইত্যাদি স্টেশন থামবে।

advertisement

➢ ট্রেন নং. ০৫১৩৯/০৫১৪০ (হয়বরগাঁও – গুয়াহাটি – হয়বরগাঁও) পরীক্ষা স্পেশাল ২৬ অক্টোবর, ২০২৪ তারিখের ১৪:০০ ঘন্টায় হয়বরগাঁও এবং ২৭ অক্টোবর, ২০২৪ তারিখের ১৫:০০ ঘন্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে একই দিনে তাদের গন্তব্য স্থান গুয়াহাটি ১৮:১৫ ঘন্টায় এবং হয়বরগাঁও ২০:০০ ঘন্টায় পৌঁছাবে। এই ট্রেনগুলি যাত্রাপথে গুরুত্বপূর্ণ স্টেশন যেমন শেনচোয়া, রহা, চাপরমুখ, জাগিরোড, তেতেলীয়া, পানীখাইতি ইত্যাদি স্টেশন থামবে।

advertisement

আরও পড়ুন: ল‍্যাপটপ, কম্পিউটারের কি-বোর্ডে F এবং J অক্ষরের উপর দাগ থাকে কেন বলুন তো? কারণটা জানলে মাথা ঘুরে যাবে

➢ ট্রেন নং. ০৫৪৫৬ (আলিপুরদুয়ার – কামাখ্যা) পরীক্ষা স্পেশাল ২৬ অক্টোবর, ২০২৪ তারিখের ১৭:০০ ঘণ্টায় আলিপুরদুয়ার থেকে রওনা দিয়ে পরের দিন ০৪:৩০ ঘণ্টায় কামাখ্যা পৌঁছাবে। একইভাবে, ট্রেন নং. ০৫৪৫৭ (কামাখ্যা – আলিপুরদুয়ার) পরীক্ষা স্পেশাল ২৭ অক্টোবর, ২০২৪ তারিখের ১৫:৩০ ঘণ্টায় কামাখ্যা থেকে রওনা দিয়ে ২৮ অক্টোবর, ২০২৪ তারিখের ০৩:৩০ ঘণ্টায় আলিপুরদুয়ার পৌঁছাবে।  উক্ত দুটি ট্রেনেই যাত্রাপথে গুরুত্বপূর্ণ স্টেশন যেমন নিউ কোচবিহার, ধুবরি, সাপটগ্রাম, কোকরাঝার, নিউ বঙাইগাঁও, দুধনৈ, বকো, মির্জা ইত্যাদি স্টেশন থামবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

➢ ট্রেন নং. ০৫৬৭৯/০৫৬৮০ (জামিরা – শিলচর – জামিরা) পরীক্ষা স্পেশাল ২৭ অক্টোবর, ২০২৪ তারিখের যথাক্রমে ০৪:০০ ঘন্টায় জামিরা এবং ১৫:৩০ ঘন্টায় শিলচর থেকে রওনা দিয়ে একই দিনে তাদের গন্তব্য স্থান শিলচর ০৭:১০ ঘন্টায় এবং জামিরা ১৯:০০ ঘন্টায় পৌঁছাবে। এই ট্রেনগুলি যাত্রাপথে গুরুত্বপূর্ণ স্টেশন যেমন কাটলিছড়া, হাইলাকান্দি, কাটাখাল, অরুণাচল ইত্যাদি স্টেশন থামবে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: পড়শি রাজ্যে চাকরির পরীক্ষা যারা দিতে যাবেন তাদের জন্য স্পেশাল ট্রেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল