১৫ দিনের এই সফরে অসমের গুয়াহাটি, শিবসাগর, যোরহাট ও কাজিরঙা, ত্রিপুরার উনাকোটি, আগরতলা ও উদয়পুর, নাগাল্যান্ডের ডিমাপুর ও কোহিমা এবং মেঘালয়ের চেরাপুঞ্জি ঘুরিয়ে দেখানো হবে।
১৪ রাত ও ১৫ দিনের এই পরিভ্রমণের সময় ট্রেনটি প্রথম থামবে গুয়াহাটিতে৷ এখানে কামাখ্যা মন্দির, উমানন্দ মন্দির ঘুরিয়ে দেখানোর পাশাপাশি ও ব্রহ্মপুত্রে সানসেট ক্রুজে চড়ার সুযোগ পাবেন পর্যটকরা।
advertisement
আরও পড়ুন: শুধু হলুদের উপর কালো দিয়েই কেন লেখা হয় রেলস্টেশনের নাম? শুনলে আলবাৎ অবাক হবেন
এর পর ট্রেনটি নাহরলগুন রেলওয়ে স্টেশনের উদ্দেশে সারা রাত যাত্রা করবে, যেখান থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত পরবর্তী গন্তব্য অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। এই ভ্রমণসূচিতে অন্যান্য ঐতিহ্যবাহী স্থানের পাশাপাশি পরবর্তী গন্তব্য হিসেবে রয়েছে অসমের পূর্ব প্রান্তে আহোম রাজত্বের পুরনো রাজধানী শিবসাগরের শিবদোলের বিখ্যাত শিব মন্দির। এর পর রয়েছে যোরহাটের চা বাগান পরিদর্শন এবং কাজিরাঙা জাতীয় উদ্যানে ভোরবেলা জঙ্গল সাফারির অভিজ্ঞতা লাভের জন্য পর্যটকদের কাজিরাঙায় রাত্রি যাপন।
এর পর ডিলাক্স এসি টুরিস্ট ট্রেনটি ত্রিপুরার উদ্দেশে রওনা দেবে ফরকাটিং রেলওয়ে স্টেশন থেকে৷ যেখানে দর্শনীয় স্থান হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে বিখ্যাত উজ্জ্বয়ন্ত প্যালেস সহ উনাকোটি ও আগরতলার বিখ্যাত ঐতিহ্যবাহী স্থানগুলি। পরের দিন পরিদর্শন করা হবে নীরমহল প্যালেস ও উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির। ত্রিপুরার পর ট্রেনটি নাগাল্যান্ড দর্শনের জন্য ডিমাপুরের উদ্দেশ্য রওনা দেবে। বদরপুর স্টেশন থেকে লামডিং জংশন পর্যন্ত ভোর বেলা অতিথিরা নিজেদের আসন থেকেই নৈসর্গিক ট্রেন ভ্রমণের সাক্ষী থাকবেন।
আরও পড়ুন: আর লাউডস্পিকারে হবে না ঘোষণা, বিখ্যাত এই রেলস্টেশন হয়ে গেল 'নিঃস্তব্ধ'! চমকে উঠবেন
নাগাদের জীবনযাত্রা অভিজ্ঞতা লাভের জন্য খনোমা গ্রামের ভ্রমণ সহ স্থানীয় বিভিন্ন স্থান পরিদর্শন করানোর জন্য ডিমাপুর স্টেশন থেকে পর্যটকদের বাসের মাধ্যমে কোহিমা নিয়ে যাওয়া হবে। টুরিস্ট ট্রেনটি পরবর্তী হল্ট হবে গুয়াহাটি এবং স্থলপথ দিয়ে পর্যটকদের মেঘালয়ের রাজধানী শিলংয়ে নিয়ে যাওয়ার সময় রাজকীয় উমিয়াম লেক দেখানো হবে পর্যটকদের৷
পরের দিন পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত চেরাপুঞ্জি ভ্রমণের মাধ্যমে শুরু হবে। এর পর একে একে শিলং পিক, এলিফেন্ট ফল্স, নাওখালিকাই ফল্স ও মাওসমাই কেভ পরিদর্শন করা হবে। এর পর দিল্লিতে ফেরত যাওয়ার জন্য পর্যটকরা চেরাপুঞ্জি থেকে গুয়াহাটি স্টেশনে এসে ট্রেনে চড়বেন।
অতিথিরা এই ট্রেনটির মাধ্যমে সমগ্র ভ্রমণের সময় প্রায় ৫৮০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন। আধুনিক ডিলাক্স এসি টুরিস্ট ট্রেনটিতে দু'টি ফাইন ডাইনিং রেস্তোরাঁ, একটি আধুনিক রান্না ঘর, কোচের মধ্যে শাওয়ার কিউবিকল, সেন্সর ভিত্তিক ওয়াশরুম ফাংশন, ফুট মেসেজার ও মিনি লাইব্রেরি সহ একাধিক বৈশিষ্ট্য রয়েছে। সম্পূর্ণরূপে বাতানুকূল এই ট্রেনটিতে এসি ওয়ান ও এসি টু- এই দুই ধরনের কোচ রয়েছে। সিসিটিভি ক্যামেরা, ইলেকট্রনিক সেফ-এর মতো নিরাপত্তার বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত এই ট্রেনটির প্রত্যেক কোচে সুরক্ষাকর্মী নিযুক্ত করা হয়েছে।
আইআরসিটিসি-এর এই ট্রেনটিতে ১৫ দিনের যাত্রার জন্য এসি ২ টিয়ারের মাথা পিছু ভাড়া ১,০৬,৯৯০ টাকা, এসি ১ (কেবিন)-এরমাথা পিছু ভাড়া ১,৩১,৯৯০ টাকা এবং এসি ১ (কুপ)-এর মাথা পিছু ভাড়া ১, ৪৯,২৯০ টাকা। এই মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সংশ্লিষ্ট শ্রেণির ট্রেন ভ্রমণ, এসি হোটেলে রাত্রিযাপন, সমস্ত আহার (শুধুমাত্র নিরামিষ), বাসে করে সমস্ত স্থানান্তর ও সাইট সিন, ভ্রমণ বিমা ও গাইড পরিষেবা অত্যাদি। সমস্ত প্রয়োজনীয় স্বাস্থ্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অতিথিদের নিরাপদ ও স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে আইআরসিটিসি সব প্রচেষ্টাই করবে।
এই প্যাকেজকে বৃহৎ সংখ্যক মানুষের কাছে আরও আকর্ষণীয় ও সাশ্রয়ী করতে আইআরসিটিসি পেটিএম এবং রেজরপে পেমেন্ট গেটওয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এর ফলে পর্যটকরা প্যাকেজের সম্পূর্ণ টাকা ছোটো ছোটো ইএমআই-এর আকারে পরিশোধ করার সুবিধা থাকবে।
