গতকাল ভোররাত থেকে এই অভিযান শুরু করে ভারতীয় নৌবাহিনী৷ আইএনএস সুমেধা প্রথমে ছিনতাই হয়ে যাওয়া ট্রলার আল কম্বর নামে ওই মাছ ধরার ট্রলারটির পিছু নেয়৷ এর কিছুক্ষণের মধ্যেই অভিযানে যোগ দেয় ক্ষেপনাস্ত্র বহনে সক্ষম আর একটি যুদ্ধ জাহাজ আইএনএস ত্রিশূল৷
আরও পড়ুন: ‘তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই!’, কর্মিসভায় বিস্ফোরক দেব, দিলেন ব্যাখ্যাও
advertisement
জানা গিয়েছে, শুক্রবার আপতকালীন বার্তায় সাড়া দিয়ে ইরানের ওই মাছ ধরার ট্রলারটিকে ধাওয়া করে৷ আরব সাগরে সকরটা থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে থাকাকালীন অবস্থায় ওই মাছ ধরার ট্রলারটি ছিনতাই হয়৷ ৯ জন সশস্ত্র জলদস্যু ওই ট্রলারটির দখল নেয়৷
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কোনওরকম রক্তপাত ছাড়াই সোমালি জলদস্যুদের আত্মসমর্পণে বাধ্য করে৷ এ মাসে এই নিয়ে দ্বিতীয় অভিযানে সফল ভাবে জলদস্যুদের হাত থেকে মৎস্যজীবীদের উদ্ধার করল৷ সেবারে ৩০ জন জলদস্যুকে কাবু করে ১৭ জন মৎস্যজীবীকে উদ্ধার করে