TRENDING:

সকাল বিকেলের চায়ের জন্যই রোজ ১০ লিটার দুধ! শোলাপুরে একই বাড়িতে ৭২ জনের যৌথ পরিবারের কথা এখন ভাইরাল

Last Updated:

Solapur Joint Family: মহারাষ্ট্রের জেলা শহর শোলাপুরে একই বাড়িতে থাকেন সকলে৷ বিবিসি নিউজ মরাঠি-র কল্যাণে সেই একান্নবর্তী দইজোড়ে পরিবারের কথা এখন আলোচনার শীর্ষে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শোলাপুর : যৌথ পরিবারের ধারণা শুধু ধারাবাহিকের গল্পেই নয়৷ বহাল তবিয়তে আছে দেশের মাটিতেও৷ সম্প্রতি ভাইরাল এক মরাঠি পরিবারের কথা৷ অণু পরমাণুর সংসারের যুগে সেই বৃহৎ পরিবারে বাস ৭২ জন সদস্যের৷ মহারাষ্ট্রের জেলা শহর শোলাপুরে একই বাড়িতে থাকেন সকলে৷ বিবিসি নিউজ মরাঠি-র কল্যাণে সেই একান্নবর্তী দইজোড়ে পরিবারের কথা এখন আলোচনার শীর্ষে৷
শোলাপুরের যৌথ পরিবার
শোলাপুরের যৌথ পরিবার
advertisement

ট্রেডিং সংস্থার মালিক এই পরিবারের কর্তা অশ্বিন দোইজোড়ে জানিয়েছেন তাঁদের পরিবারের জন্য মুদিখানার রসদ এবং দুগ্ধজাত দ্রব্য প্রচুর পরিমাণে প্রয়োজন হয় স্বভাবতই৷ প্রতিদিন প্রাতরাশ, বিকেলের চায়ের জন্যই দরকার হয় ১০ লিটার দুধ৷ এক বেলার শাকসব্জি খরচ ঘোরাফেরা করে ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে৷ আমিষ খাবারও আছে৷ খরচ তিন থেকে চার গুণ বেশি৷

advertisement

আরও পড়ুন :  নজিরবিহীন! নাসিকা হারানো মহিলার হাতে বেড়ে উঠল অন্য নাক, তার পর বসানো হল মুখের নির্দিষ্ট স্থানে

অশ্বিন আরও জানান ‘‘আমরা এক বছরের চাল, গম ও অন্যান্য দানাশস্য কিনে রাখি৷ প্রায় ৪০ থেকে ৫০ বস্তা চাল ও দানাশস্য কেনা হয়৷ যেহেতু আমাদের অনেক বেশি দরকার, তাই ব্যয় নিয়ন্ত্রণে রাখার জন্য হোলসেল দরে জিনিস কিনি৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

যৌথ পরিবারের বধূ নয়না দোইজোড়ে জানিয়েছেন পরিবারের সদস্যরা স্বচ্ছন্দে ও ভালভাবেই আছেন এই পরিবারে৷ তবে মেয়েদের এই পরিবারে বিয়ে হওয়ার পর প্রথমে মানিয়ে নিতে অসুবিধে হয়৷ নয়নার কথায়, ‘‘প্রাথমিকভাবে আমারও অসুবিধে হয়েছে৷ কিন্তু সকলে আমাকে মানিয়ে নিতে সাহায্য করেছে৷ আমার শাশুড়ি, ননদ, দেওর সকলে মিলে সাহায্য করেছে নতুন পরিবেশে থিতু হওয়ার৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সকাল বিকেলের চায়ের জন্যই রোজ ১০ লিটার দুধ! শোলাপুরে একই বাড়িতে ৭২ জনের যৌথ পরিবারের কথা এখন ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল