TRENDING:

সকাল বিকেলের চায়ের জন্যই রোজ ১০ লিটার দুধ! শোলাপুরে একই বাড়িতে ৭২ জনের যৌথ পরিবারের কথা এখন ভাইরাল

Last Updated:

Solapur Joint Family: মহারাষ্ট্রের জেলা শহর শোলাপুরে একই বাড়িতে থাকেন সকলে৷ বিবিসি নিউজ মরাঠি-র কল্যাণে সেই একান্নবর্তী দইজোড়ে পরিবারের কথা এখন আলোচনার শীর্ষে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শোলাপুর : যৌথ পরিবারের ধারণা শুধু ধারাবাহিকের গল্পেই নয়৷ বহাল তবিয়তে আছে দেশের মাটিতেও৷ সম্প্রতি ভাইরাল এক মরাঠি পরিবারের কথা৷ অণু পরমাণুর সংসারের যুগে সেই বৃহৎ পরিবারে বাস ৭২ জন সদস্যের৷ মহারাষ্ট্রের জেলা শহর শোলাপুরে একই বাড়িতে থাকেন সকলে৷ বিবিসি নিউজ মরাঠি-র কল্যাণে সেই একান্নবর্তী দইজোড়ে পরিবারের কথা এখন আলোচনার শীর্ষে৷
শোলাপুরের যৌথ পরিবার
শোলাপুরের যৌথ পরিবার
advertisement

ট্রেডিং সংস্থার মালিক এই পরিবারের কর্তা অশ্বিন দোইজোড়ে জানিয়েছেন তাঁদের পরিবারের জন্য মুদিখানার রসদ এবং দুগ্ধজাত দ্রব্য প্রচুর পরিমাণে প্রয়োজন হয় স্বভাবতই৷ প্রতিদিন প্রাতরাশ, বিকেলের চায়ের জন্যই দরকার হয় ১০ লিটার দুধ৷ এক বেলার শাকসব্জি খরচ ঘোরাফেরা করে ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে৷ আমিষ খাবারও আছে৷ খরচ তিন থেকে চার গুণ বেশি৷

advertisement

আরও পড়ুন :  নজিরবিহীন! নাসিকা হারানো মহিলার হাতে বেড়ে উঠল অন্য নাক, তার পর বসানো হল মুখের নির্দিষ্ট স্থানে

অশ্বিন আরও জানান ‘‘আমরা এক বছরের চাল, গম ও অন্যান্য দানাশস্য কিনে রাখি৷ প্রায় ৪০ থেকে ৫০ বস্তা চাল ও দানাশস্য কেনা হয়৷ যেহেতু আমাদের অনেক বেশি দরকার, তাই ব্যয় নিয়ন্ত্রণে রাখার জন্য হোলসেল দরে জিনিস কিনি৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যৌথ পরিবারের বধূ নয়না দোইজোড়ে জানিয়েছেন পরিবারের সদস্যরা স্বচ্ছন্দে ও ভালভাবেই আছেন এই পরিবারে৷ তবে মেয়েদের এই পরিবারে বিয়ে হওয়ার পর প্রথমে মানিয়ে নিতে অসুবিধে হয়৷ নয়নার কথায়, ‘‘প্রাথমিকভাবে আমারও অসুবিধে হয়েছে৷ কিন্তু সকলে আমাকে মানিয়ে নিতে সাহায্য করেছে৷ আমার শাশুড়ি, ননদ, দেওর সকলে মিলে সাহায্য করেছে নতুন পরিবেশে থিতু হওয়ার৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সকাল বিকেলের চায়ের জন্যই রোজ ১০ লিটার দুধ! শোলাপুরে একই বাড়িতে ৭২ জনের যৌথ পরিবারের কথা এখন ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল