ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, সংঘর্ষপূর্ণ অঞ্চল থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া এবং তাদের দেশে ফিরিয়ে আনার জন্য দূতাবাস নিরলসভাবে কাজ করে চলেছে। এই প্রক্রিয়ায় ইরান ও আর্মেনিয়া সরকারের সহায়তায় ভারত সরকার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ইরানে প্রায় ৪,০০০ ভারতীয় নাগরিক বসবাস করছেন। যাদের মধ্যে অর্ধেকই শিক্ষার্থী। এর মধ্যে কিছু শিক্ষার্থী সাম্প্রতিক এক হামলায় আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের দূতাবাস। এই অবস্থায় ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে এবং নাগরিকদের জরুরি হেল্পলাইনের মাধ্যমে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
advertisement
ভারতের জন্য এই উদ্ধার অভিযান কূটনৈতিক দিক থেকেও একটি বড় চ্যালেঞ্জ। ইরানের প্রতিবেশী দেশগুলোর মধ্যে আর্মেনিয়া, ইরাক ও তুর্কমেনিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। তবে তুরস্ক, আজারবাইজান ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ততটা বন্ধুত্বপূর্ণ নয়। ফলে আঞ্চলিক সীমাবদ্ধতা ও রাজনৈতিক জটিলতা সত্ত্বেও ভারতকে কৌশলগতভাবে নানা পথ অনুসন্ধান করতে হচ্ছে। পারস্য উপসাগরের দিক দিয়ে জাহাজ বা অন্যান্য প্রতিবেশী দেশের সহায়তায় আরও উদ্ধার অভিযান চালানো হতে পারে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, “ভারত সরকার বিদেশে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। ভারতীয় দূতাবাস বহু ভারতীয় নাগরিককে সংঘর্ষ-প্রবণ অঞ্চল থেকে অপেক্ষাকৃত নিরাপদ অঞ্চলে সরিয়ে নিতে এবং পরবর্তীতে তাদের উদ্ধার করতে সহায়তা করছে। পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে উদ্ধারকা চালানো হচ্ছে।”
ভারতীয় নাগরিকদের তেহরান ত্যাগের নির্দেশ ইতিমধ্যেই জারি করা হয়েছে এবং আগামী দিনে ‘অপারেশন সিন্ধু’-র মাধ্যমে আরও দফায় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। বিদেশ মন্ত্রক সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছে।