সম্প্রতি উত্তরাখণ্ডের আওলিতে ভারত-আমেরিকা সেনার যৌথ মহড়া চলাকালীন ড্রোন মোকাবিলায় কুকুরের পাশাপাশি, চিলের ব্যবহারেরও প্রশিক্ষণ দেওয়া হয় সেনাকর্মীদের। এদিন এক সেনাকর্তা জানান, "সেনার কাজে এবার থেকে কুকুরের পাশাপাশি প্রশিক্ষিত চিলকেও কাজে লাগানো হবে।"
আরও পড়ুন- নতুন বছরে কুম্ভ রাশিতে গমন করছেন শনিদেব! শশ রাজযোগে সুদিনের মুখ দেখবেন এই রাশিরা
advertisement
আরও পড়ুন- মীন রাশিতে রাহুর প্রবেশ, ধনবান হতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা
ভারত-পাক সীমান্তে ড্রোন সমস্যা সাম্প্রতিককালে সেনার অন্যতম গুরুতর সমস্যা বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। জম্মু ও কাশ্মীেরর নিয়ন্ত্রণরেখা বরাবর তো বটেই ড্রোন নিয়ে মাথাব্যথা বেড়েছে পঞ্জাব সীমান্ততেও। মাদক থেকে অস্ত্র, সবই ড্রোনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে চলে আসছে ভারতীয় ভূখণ্ডে। গত ২৪ নভেম্বরও অস্ত্র ও টাকা-সহ একটি পাক ড্রোনকে জম্মুর সাম্বা জেলা থেকে উদ্ধার করে সেনা।
এই ড্রোন সমস্যা সমাধানে এই প্রশিক্ষিত চিলেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হবে বলে আশাবাদী সেনা।