ইয়েতির পায়ের ছাপ মেলায় সেনা অভিযাত্রীদের শুভেচ্ছা। ইয়েতিকে জন্তু বলে অপমান নয়। সম্মান করুন। বিজেপি নেতা তরুণ বিজয়ের এই ট্যুইটে হতবাক নেট দুনিয়া।
ভোটের মাঝেই দেশজুড়ে ইয়েতি হাওয়া। ভারতীয় সেনার ট্যুইটে কেউ বিশ্বাস করলেন, কেউ আবার ট্রোল করার কোনও সুযোগই ছাড়লেন না।
কেউ বলছেন ন্যাশনাল জিওগ্রাফিক ইয়েতির অস্তিত্বকে মান্যতা দিলে যখন প্রশ্ন ওঠে না তখন ভারতীয় সেনার পোস্টে সন্দেহ কেন? শুধু আপত্তি এল ইয়েতিকে তুষার মানবের বদলে পশু বলে সম্বোধন করায় ৷
advertisement
কেউ আবার পাল্টা আক্রমণ করেন, সেনা অভিযাত্রীরা কি এবিষয়েও বিশেষজ্ঞ হয়ে উঠলেন? প্রশ্ন উঠল ইয়েতির এক পায়ের ছাপ নিয়েও ?
কেউ আবার বললেন, ‘বেশি টিনটিন পড়ার ফলাফল এটা’৷ কেউ আবার মজা করে বললেন, ‘লোকসভা নির্বাচনে মোদিকে ভোট দিতে বেরিয়েছে ৷’ সেনার বালাকোট এয়ারস্ট্রাইকে বিরোধীদের বিশ্বাস নেই, এই অভিযানে তাঁরা বিশ্বাস করবেন তো? উঠল সেই প্রশ্নও। কারও মাথায় এল ইয়েতির আধার কার্ড প্রসঙ্গও! কেউ আবার ফিরে গেলেন ছোটবেলার কমিকের দুনিয়ায়। ইয়েতির খোঁজ দিতে নেহরু পারেননি, মোদি পারলেন। সেই প্রশ্নও উস্কে দিলেন কেউ!
সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলিং চললেও ভারতীয় সেনাবাহিনীর সমর্থনে ট্যুইট করলেন অভিনেতা সিদ্ধার্থ ৷ সেনা যখন ছবি পোস্ট করেছেন, তখন অবিশ্বাসের প্রশ্নই নেই। সাফ কথা অভিনেতা সিদ্ধার্থের।
কেউ বিশ্বাস করলেন, কেউ বিশ্বাস করলেন না। কেউ এতেও খুঁজে নিলেন রাজনৈতিক গন্ধ। তবে ভোটের উত্তাপে তুষারমানব ইয়েতি নেটিজেনদের দিল একটু অন্য স্বাদ। চিরকাল তুষারমানব হিসেবে তুলে ধরা ইয়েতিই পরিণত হল হাসি-ঠাট্টার মিম-ট্রোলে।
Modiji ko vote karne bahar aaya hoga