ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র, দুই দেশের সৈন্যদের নিজেদের মধ্যে কাবাডি, সকার, ভলিবলের মতো বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে দেখা গিয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, আলাস্কায় চারটি মিশ্র দল ছিল। যার মধ্যে উভয় পক্ষের সৈন্যরাই ছিলেন। উভয় দল একে অপরের কাছ থেকে তাদের গেম শিখছে। ভারতীয় সৈন্যরা যেমন আমেরিকান ফুটবলে হাত পাকানোর চেষ্টা করেছিল, আমেরিকান সৈন্যরাও উৎসাহের সঙ্গে কবাডিতে অংশগ্রহণ করেছিলেন। এই গেমগুলির মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর জওয়ানরা একে অপরকে জানার সুযোগ পেয়েছিলেন।
advertisement
আরও পড়ুন- কপিল, সানিদের সঙ্গে ছবি পোস্ট, পাক ক্রিকেট ভক্তদের গালিগালাজ খেলেন শোয়েব
এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর মাদ্রাজ রেজিমেন্টের সেভেন বি ব্যাটালিয়নের ৩৫০ জন সৈনিক অংশগ্রহণ করেছেন। এই সৈন্যরা ফার্স্ট স্কোয়াড্রনের প্যারাট্রুপার, ৪০৪ ক্যাভেলরি রেজিমেন্ট, ফোর্থ ইনফেন্ট্রি ব্রিগেড কম্ব্যাট টিম, ২৫ পদাতিক ডিভিশনের ৩০০ সৈন্যের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে।