ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় সম্প্রতি মুসলিম বিশ্বের রোষে পড়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ (Emmanuel Macron)। শালীনতার সীমা ছাড়িয়ে ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ শানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান-সহ অনেকেই। এহেন পরিস্থিতিতে ম্যাকরঁর সমর্থনে এগিয়ে আসে ভারত। তাঁকে সরাসরি সমর্থন জানায় নয়াদিল্লি। তারপরই দারুল উলুম দেওবন্দের কাছ থেকে কেন্দ্রের কাছে আবেদন ছিল, ফ্রান্সের ভূমিকাকে সমর্থন নয়, প্রতিবাদ করুক ভারত ৷ ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদকে অসম্মানিত করেছে ফ্রান্স। এতে অপমানিত হয়েছেন এদেশের মুসলিমরাও। অবিলম্বে ফ্রান্সের সমালোচনা করুক ভারত। রাষ্ট্রসংঘে ফ্রান্সের বিপক্ষে দাঁড়াক নয়াদিল্লি। এমনটাই ছিল তাদের দাবি ৷ কিন্তু এদিন দেখা গিয়েছে ভারতের অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতদের গ্রুপও ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরঁর পাশেই দাঁড়িয়েছে ৷
advertisement
বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, ‘‘ইসলামি মৌলবাদীদের দ্বারা ফ্রান্সে সাম্প্রতিক নির্মম সন্ত্রাসবাদী হামলার বহুত্ববাদ এবং আইনের শাসনের উপর ভিত্তি করে সমস্ত গণতান্ত্রিক দেশগুলিতে প্রভাব ফেলেছে ৷ ভারত এই কঠিন মুহূর্তে ফ্রান্সের পাশে রয়েছে এবং এই ইস্যুতে ফ্রান্স সরকারকে পুরোপুরি সমর্থন করে। "