TRENDING:

Ukraine Crisis: ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধারে নামছে বায়ুসেনা, যাচ্ছে সি ১৭ বিমান

Last Updated:

সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, এখনও পর্যন্ত অপারেশন গঙ্গায় ৬টি বিমানে ১ হাজার ৩৯৬ জন ভারতীয়কে ফেরানো সম্ভব হয়েছে (Ukraine Crisis)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : রাশিয়া এবং ইউক্রেনের (Ukraine Crisis) প্রথম দফার বৈঠক সফল হয়নি। সেখানে পরিস্থিতি ঘোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফেরাতে অপারেশন গঙ্গা (Operation Ganga) শুরু করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক।
ইউক্রেনে আটক ভারতীয়দের ফেরাতে যাচ্ছে সি ১৭ বিমান৷
ইউক্রেনে আটক ভারতীয়দের ফেরাতে যাচ্ছে সি ১৭ বিমান৷
advertisement

যদিও কীভাবে অল্প সময়ে ভারতীয়দের ফেরানো যায় তা নিয়ে চিন্তাভাবনা চলছিল। আজ সকালে অপারেশন গঙ্গায় যোগ দিল ভারতীয় বায়ু সেনা। অল্প সময়ে বেশি সংখ্যক ভারতীয়কে উদ্ধার করতেই এই পদক্ষেপ মোদি সরকারের।

আরও পড়ুন: কিভ দখলে এগোচ্ছে ৬৪ কিলোমিটার লম্বা রাশিয়ার সেনা কনভয়, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ফেরানোর ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে নিঃশর্ত সমর্থন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সামাজিক মাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, মাইনাস সাত ডিগ্রি তাপমাত্রা এবং তুষারপাতের মধ্য়ে সীমান্তে অপেক্ষা করছেন ভারতীয় পড়ুয়ারা। খাবার, আশ্রয়হীন হয়ে রোমানিয়া সীমান্তে ভারতীয় পড়ুয়াদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ভিডিও ছড়িয়ে পড়ার কারণে উদ্বেগ বেড়েছে পড়ুয়াদের আত্মীয়দের।

advertisement

সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, এখনও পর্যন্ত অপারেশন গঙ্গায় ৬টি বিমানে ১ হাজার ৩৯৬ জন ভারতীয়কে ফেরানো সম্ভব হয়েছে। বিদেশমন্ত্রক স্বীকার করে নিয়েছে, এখনও পর্যন্ত সীমান্তে অনেক ভারতীয় আটকে রয়েছেন। সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করে সেখানে আটকে থাকা ভারতীয়দের সরাসরি সীমান্তের দিকে যেতে নিষেধ করেছে ভারতীয় দূতাবাস।

advertisement

আরও পড়ুন: যুদ্ধহানায় প্রাণ গেলে যাক, পোষ্যদের ছেড়ে নড়তে নারাজ ইউক্রেনবাসী

ইউক্রেনের রাজধানী কিভ এবং খারকিভের দিকে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র। আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, ইউক্রেনের প্রতিবেশী চার দেশে চারজন কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানো হবে। জেনারেল ভিকে সিং যাবেন পোল্যান্ড, হরদীপ সিং পুরী যাবেন হাঙ্গেরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রোমানিয়া এবং মলডোবা যাবেন। কিরেণ রিজিজু যাচ্ছেন স্লোভাকিয়া।

advertisement

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এখনও পর্যন্ত ইউক্রেন ছেড়েছেন ৮ হাজার ভারতীয়। ইউক্রেনের প্রতিবেশী দেশগুলির মাধ্যমে ভারতীয়দের ফেরানোর কাজ চলছে। আরও নতুন রুট তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। হাঙ্গেরি এবং মলডোবা দিয়ে ভারতীয়দের ফেরানোর চেষ্টা চলছে বলে জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।

অরিন্দম বাগচি জানিয়েছেন, এখনও পর্যন্ত ইউক্রেনে থাকা ভারতীয়দের ফেরানোর বিষয়ে বিদেশমন্ত্রকের কাছে ৮ হাজারের বেশি ফোন কল এবং ৬ হাজারের বেশি ইমেল এসেছে। তবে পরিস্থিতি এখনও বেশ জটিল বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ভারতীয়দের ফেরাতে অপারেশন গঙ্গা নিয়ে আলাদা করে ট্যুইটার হ্যান্ডেল তৈরি করা হয়েছে। বিদেশমন্ত্রক জানায়, ইউক্রেনে বিশেষ ট্রেন চলছে। ট্রেনে চড়ে ইউক্রেনের পশ্চিমাংশের সীমান্তে পৌঁছালেই দেশে ফিরতে সুবিধা হবে। আতঙ্কিত না হয়ে অহেতুক কোনও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ করা থেকে ভারতীয়দের বিরত থাকার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক।

বাংলা খবর/ খবর/দেশ/
Ukraine Crisis: ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধারে নামছে বায়ুসেনা, যাচ্ছে সি ১৭ বিমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল