মৌলানা মাসুদ আজাহারকে আটকের খবর এলেও, ২৪ ঘণ্টার মধ্যেই তা খারিজ হয়ে গিয়েছে। তার পরেও ভারতে ঢুকে পাকিস্তানের তদন্তকারী দলকে তদন্ত করার অনুমতি দিল ভারত,এযাবতকালের মধ্যে যা ঘটেনি ৷ হঠাৎ করে পাকিস্তানের উপর আস্থা ? নাকি কুটুম্বিতা ? কুটনীতিকদের মতে এই সিদ্ধান্ত আসলে অনেক সুদূরপ্রসারী ফল দিতে পারে নয়াদিল্লিকে। বহুদিন ধরে প্রমাণ দিলেও জঙ্গি-যোগ অস্বীকার করেছে পাকিস্তান ৷ এমনকী মুম্বই হামলাতেও আইএসআই যোগ মানতে চায়নি তারা ৷ পাঠানকোটে নিয়ে আরও বেশি তথ্য-প্রমাণ রয়েছে ভারতের হাতে ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে ইতিমধ্যে পাঠানকোট আলোচ্য বিষয় হয়ে উঠেছে ৷ ফলে চাপ বাড়ছে নওয়াজ শরিফের উপরে৷ আগেই পাঠানকোট কাণ্ডে ইসলামাবাদের হাতে একাধিক তথ্যপ্রমাণ তুলে দিয়েছে নয়াদিল্লি। পাক জঙ্গিদের ছবি, হাতের ছাপ এবং কণ্ঠস্বরের নমুনা দেওয়া হয়েছে পাকিস্তানকে। জঙ্গিরা পাকিস্তানের যে যে নম্বরে ফোন করেছিল, তাও দেওয়া হয়েছে ইসলামাবাদকে। পাকিস্তানের তদন্তকারীদের সামনে আরও তথ্যপ্রমাণ দিতে পারলে আন্তর্জাতিক চাপ বাড়বে পাকিস্তানের উপর বলে মনে করছে কূটনৈতিক মহল ৷
advertisement