TRENDING:

হায়দরাবাদে পোলিও ভাইরাস পাওয়ার পর ৩ লক্ষ শিশুকে টিকাকরণের সিদ্ধান্ত

Last Updated:

বুধবার হায়দরাবাদের নর্দমার জলে মিলেছে পোলিও ভাইরাস। এরপর থেকেই ৩,০০,০০০ শিশুকে পোলিও টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: বুধবার হায়দরাবাদের নর্দমার জলে পাওয়া গিয়েছে পোলিও ভাইরাস।  এরপর থেকেই ৩,০০,০০০ শিশুকে পোলিও টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার ৷ বুধবার এমনটাই জানালো হল স্বাস্থ্য দফতরের তরফে ৷
advertisement

২০১৪ সালের মার্চ মাসে ভারতকে পোলিও মুক্ত ঘোষণা করেছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ৷ দু’দশকের লম্বা লড়াইয়ের পর স্বাস্থ্যের ক্ষেত্রে দেশের জন্য এটাই সর্বচ্চ সাফল্য  ৷

স্বাস্থ্য দফতরের একটি রিপোর্টে জানানো হয়েছে হায়দরাবাদের সেকেন্দ্রাবাদের রেল স্টেশনের পাশে নর্দমার জলে পাওয়া গিয়েছে পোলিও ভাইরাস৷ তবে ওই এলাকার কোনও শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়নি ৷

advertisement

‘ভারত এখনও পোলিও মুক্ত ৷ শেষ পোলিও ভাইরাসে আক্রান্ত ঘটনা ঘটেছে ২০১১ জানুয়ারি মাসে ৷ পাঁচবছরের উপর দেশে কোনও পোলিও ভাইরাস পাওয়া যায়নি ’, বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর ৷

তবে বাড়তি সর্তকতার জন্য বিশেষ টিকা কর্মসূচির আয়জন করা হয়েছে চলতি মাসের ২০ তারিখ ৷ হায়দরাবাদ ও রঙ্গা রেড্ডি জেলার ৪২ দিনের থেকে তিন বছরের শিশুদের টিকা দেওয়ার আয়োজন করা হয়েছে ৷

advertisement

টিকা দেওয়ার জন্য বিশেষ বুথ বানানো হবে ৷ সব ধরনের পোলিও ভাইরাস থেকে শিশুদের সুরক্ষিত রাখার জন্য ইনঅ্যাকটিভেটেড পোলিও ভ্যাকসিন ইনজেকশনের মাধ্যমে শিশুদের দেওয়া হবে ৷

বিশ্বের মধ্যে আফগানিস্তান ও পাকিস্তান দুটি দেশ যারা এখনও পোলিও মুক্ত নয় ৷

পোলিও ভাইরাস সাধারণত মানুষের স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে ৷ পোলিও ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই শরীরের বিভিন্ন অংশে প্যারালিসিস হয়ে যায় ৷ পাঁচ বছরের নীচে শিশুরা পোলিও ভাইরাসে বেশি আক্রান্ত হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এক সময় বছরে প্রায় ৫০হাজার শিশু পোলিও ভাইরাসে আক্রান্ত হত ৷ গত পাঁচ বছরে দেশের কোথাও পোলিও-র ঘটনা সামনে আসেনি। এই পরিস্থিতিতে নতুন করে পোলিওর নমুনা মেলার ঘটনায় কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তাই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
হায়দরাবাদে পোলিও ভাইরাস পাওয়ার পর ৩ লক্ষ শিশুকে টিকাকরণের সিদ্ধান্ত