TRENDING:

INS Arihant Missile Test Fire: পরমাণু ডুবো জাহাজ আরিহান্ত থেকে মিসাইল পরীক্ষা সফল, চিনকে টক্কর দিতে ভারতের হাতে মোক্ষম অস্ত্র

Last Updated:

ভারতে তৈরি পরমাণু শক্তিচালিত আইএনএস আরিহান্ত ডুবো জাহাজগুলি যে সবদিক দিয়েই শত্রু পক্ষের মোকাবিলা করতে তৈরি, এ দিনের পরীক্ষার পর তা নিয়ে কোনও সংশয় থাকল না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: পরীক্ষামূলক ভাবে পরমাণু ডুবো জাহাজ আইএনএস আরিহান্ত থেকে নির্দিষ্টি লক্ষ্যে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ভারত৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে পূর্ব নির্ধারিত লক্ষ্যে সফল ভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে আইএনএস আরিহান্ত৷ এই প্রথমবার কোনও ডুবো জাহাজ থেকে সফল ভাবে এমন পরীক্ষা করল ভারত৷
আইএনএস আরিহান্ত৷ ফাইল ছবি- রয়টার্স
আইএনএস আরিহান্ত৷ ফাইল ছবি- রয়টার্স
advertisement

এই পরীক্ষায় ফলে ভারতীয় নৌবাহিনীর পরমাণু অস্ত্র প্রতিরোধ করার ক্ষমতাও ঝালিয়ে নেওয়া গেল৷ পাশাপাশি, সমুদ্রের নীচ থেকে চিন এবং পাকিস্তানের নির্দিষ্ট লক্ষ্যেও যে ভারতীয় নৌসেনা আঘাত হানতে সক্ষম, তাও প্রমাণিত হল৷

আরও পড়ুন: হিমাচলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা, গুজরাতে নয় কেন? কারণ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

advertisement

ভারতে তৈরি পরমাণু শক্তিচালিত আইএনএস আরিহান্ত ডুবো জাহাজগুলি যে সবদিক দিয়েই শত্রু পক্ষের মোকাবিলা করতে তৈরি, এ দিনের পরীক্ষার পর তা নিয়ে কোনও সংশয় থাকল না৷ এই মিসাইল সিস্টেমের সবদিকই আজকের পরীক্ষায় খতিয়ে দেখা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে৷

প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে আরও জানানো হয়েছে, ভারত সর্বদাই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি মেনে চলবে৷ কিন্তু তার সঙ্গে পারমাণবিক হামলা রুখে প্রত্যাঘাতের জন্য ন্যূনতম শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থার প্রয়োজন৷

advertisement

এই মুহূর্তে ভারতীয় নৌসেনার হাতে দেশে তৈরি তিনটি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে৷ এ ছাড়াও সাবমেরিন থেকে উৎক্ষেপণ যোগ্য দু'টি সারফেস টু সারফেস মিসাইল ভারতের হাতে রয়েছে৷ যেগুলির নাম কে-১৫ এবং কে-৪৷ এর মধ্যে দ্বিতীয় মিসাইলটি চিন পরমাণু অস্ত্র প্রয়োগ করলে তা রুখে দেওয়ার ক্ষেত্রে কার্যকরী হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

ভারত সহ পৃথিবীর ছ'টি দেশের হাতে পরমাণু শক্তি চালিত সাবমেরিন রয়েছে যেগুলি থেকে ব্যালিস্টিক মিসাইল ছোড়া সম্ভব৷ এই তালিকায় এতদিন আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স এবং চিন ছিল৷ শুক্রবারের পর তার সঙ্গে যুক্ত হল ভারতও৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
INS Arihant Missile Test Fire: পরমাণু ডুবো জাহাজ আরিহান্ত থেকে মিসাইল পরীক্ষা সফল, চিনকে টক্কর দিতে ভারতের হাতে মোক্ষম অস্ত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল