অনলাইনে আয়োজিত এই সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদি এক ভিডিও মেসেজে বলেন, ‘এই বিপর্যয়ের মুখেও গোটা বিশ্বকে সাহায্য করতে এগিয়ে এসেছে ভারত ৷ এই সময় সবাই একজোটে কাজ করলে তবেই গোটা বিশ্ব সংকট মুক্ত হবে ৷ যতটা সম্ভব হয়, ততটা সাহায্য করার সময় এটা ৷ বিপদে সবাই এগিয়ে আসুন, এক জোট হন, এটাই তো শিখিয়েছে গৌতম বুদ্ধ ৷ গৌতম বুদ্ধের দেখানো পথে চললেই গোটা বিশ্বে শান্তি ও সম্প্রীতি আসবে ৷ তবেই বিশ্ব হবে বিপদ মুক্ত ৷’
advertisement
করোনার কারণে এখন দেশজুড়ে লকডাউন ৷ তাই বৌদ্ধ পুর্ণিমায় প্রার্থনাও হল অনলাইনে, লাইভ স্ট্রিমিংয়ে ৷ আন্তর্জাতিক বৌদ্ধ সঙ্ঘগুলির প্রধানদের উপস্থিতিতে এই ভার্চুয়াল প্রার্থনা । বিহারের বুদ্ধগয়ার মহাবোধি মন্দির, সারনাথ থেকে মূলগন্ধা কুটি বিহার, নেপালের পবিত্র লুম্বিনী উদ্যান, কুশীনগরের পরিনির্বাণ স্তুপ, ঐতিহাসিক অনুরাধনাপীঠের রূপবলী মহা সেবা থেকে চলে লাইভ স্ট্রিমিং।
