IMD Weather Update: ২০, ২১, ২২, ২৩ ডিসেম্বর...! ভারী বৃষ্টি, দমকা হাওয়ার হুঁশিয়ারি ৮ রাজ্যে, শৈত্যপ্রবাহ কোন কোন রাজ্যে? কোথায় কুয়াশা কাঁটা? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Weather Update: দেশ জুড়ে দ্রুত বদলাচ্ছে আবহাওয়া। আগামী চারদিনে বেশ কিছু রাজ্যের জন্য উদ্বেগের ইঙ্গিত আবহাওয়া দফতরের পূর্বাভাসে। ভারতীয় আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুসারে ১৯, ২০, ২১, ২২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ থেকে উত্তর ভারতের একাধিক রাজ্যে চলবে ভারী বৃষ্টির তাণ্ডব।
advertisement
1/13

দেশ জুড়ে দ্রুত বদলাচ্ছে আবহাওয়া। আগামী চারদিনে বেশ কিছু রাজ্যের জন্য উদ্বেগের ইঙ্গিত আবহাওয়া দফতরের পূর্বাভাসে। ভারতীয় আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুসারে ১৯, ২০, ২১, ২২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ থেকে উত্তর ভারতের একাধিক রাজ্যে চলবে ভারী বৃষ্টির তাণ্ডব।
advertisement
2/13
বৃষ্টি সঙ্গে তীব্র দমকা বাতাস, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং তুষারপাত হওয়ার আশঙ্কা রয়েছে একাধিক রাজ্যে। বস্তুত একাধিক সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে কোনও কোনও রাজ্যে হাড়কাঁপানো ঠান্ডার তীব্রতা অনুভূত হওয়ার সম্ভাবনা আগামী কয়েকদিনে।
advertisement
3/13
আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিস্থিতিতে যানবাহন, বিমান এবং রেল পরিষেবার উপর দুর্যোগপূর্ণ ও কুয়াশা প্রবণ আবহাওয়ার প্রভাব পড়তে পারে। অনেক এলাকায় দৃশ্যমানতা কম থাকায় জনগণকে সতর্কতা অবলম্বন করতে হবে।
advertisement
4/13
দেশ জুড়ে আবহাওয়ার সিস্টেম :একটি পশ্চিমী ঝঞ্ঝা সমুদ্র তল থেকে ৫.৮ বর্গ কিলোমিটার উচ্চতাতে সক্রিয় হয়েছে। অন্য একটি পশ্চিমী ঝঞ্ঝা সমুদ্র তল থেকে ৩.১ বর্গকিলোমিটারের উচ্চতায় ঘূর্ণাবর্তের আকারে রয়েছে। অন্যদিকে দক্ষিণ কেরলের উপরে একটি ঘূর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একইসঙ্গে উত্তর ভারতের উপর একটি ওয়েস্টার্ন জেট স্ট্রিম সক্রিয় রয়েছে।
advertisement
5/13
ভিনরাজ্যে আবহাওয়ার পূর্বাভাস:হিমাচল প্রদেশের আবহাওয়া কেমন থাকবে?এই বর্ষায় ভারী বৃষ্টিপাত হয়েছে হিমাচল প্রদেশে। বর্ষাশেষে কিছুদিন বৃষ্টি বন্ধ হলেও, গত কয়েকদিনে রাজ্যে আবার বজ্রবিদ্যুৎ ও ভারী বৃষ্টির দাপট শুরু হয়েছে। এই মুহূর্তে, আগামী কয়েকদিনে হিমাচল প্রদেশের আবহাওয়া নতুন ভোলবদল দেখাবে। আবহাওয়া বিভাগ আগামী চার দিন হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
advertisement
6/13
উত্তরাখণ্ডের আবহাওয়া কেমন থাকবে?উত্তরাখণ্ডেও বর্ষাকাল দুর্দান্ত ছিল এই বছর। ভালো বৃষ্টিপাত হয়েছে গোটা বর্ষা জুড়েই। গত কয়েকদিনে আবার উত্তরাখণ্ডে বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া বিভাগ একটি সতর্কতা জারি করেছে, আগামী চার দিন উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাত হবে বলেই ইঙ্গিত আবহাওয়ার পূর্বাভাসে।
advertisement
7/13
এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা:দেশের অনেক রাজ্যে আবহাওয়ার চরম পরিবর্তনের সম্ভাবনা। আবহাওয়া বিভাগ আগামী চার দিন কেরল, তামিলনাড়ু, পঞ্জাব, কর্ণাটক, করাইকাল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মাহে, পুদুচেরি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
advertisement
8/13
রাজস্থানের আবহাওয়া কেমন থাকবে?রাজস্থানে ঠান্ডার প্রভাব দৃশ্যমান। তবে, এই ঠান্ডা কেবল সকাল এবং রাতে অনুভূত হচ্ছে বেশি। ইতিমধ্যেই আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করেছে, রাজ্যে ঠান্ডা অব্যাহত থাকবে আগামী কয়েকদিনও। তবে, আপাতত কোনও শৈত্যপ্রবাহ থাকবে না।
advertisement
9/13
২১ ডিসেম্বর একটি নতুন সিস্টেম সক্রিয় হওয়ার কারণে, রাজস্থানের অনেক এলাকায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সকালের দিকে বেশ কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতাও রয়েছে।
advertisement
10/13
বাংলার আবহাওয়া:বড়দিন থেকে ফের কমবে রাজ্যের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে ২৫ ডিসেম্বরের পরে। তবে জাঁকিয়ে শীত এখনও নয়। তবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে শহরের পারদ।
advertisement
11/13
দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
12/13
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।
advertisement
13/13
উত্তরবঙ্গের নীচের দিকের জেলা মালদহ-সহ সংলগ্ন এলাকাতে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না আগামী পাঁচ থেকে সাত দিনে।