TRENDING:

গর্বের দিন! মহাকাশে সফল ভারতের 'মিশন শক্তি', জানালেন মোদি

Last Updated:

বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে এই গর্বের সংবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জানান, মহাকাশ লো অরবিট স্যাটেলাইট ধ্বংস করার এই প্রক্রিয়া ভারতের ইতিহাসে এই প্রথম৷ মাত্র ৩ মিনিটে লো অরবিট স্যাটেলাইটটিকে ধ্বংস করে ভারতের এ স্যাট মিসাইল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মহাকাশ গবেষণায় ভারতের আজ বড় গর্বের দিন৷ মহাকাশ শক্তিতে বিশ্বে এখন ভারত চতুর্থ দেশ৷ অ্যান্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে মহাকাশে একটি অব্যবহৃত লো অরবিট স্যাটেলাইট ধ্বংস করল ভারত৷ এই মিশনের নাম, মিশন শক্তি৷ আমেরিকা, রাশিয়া, চিনের পরেই মহাকাশ শক্তিতে এখন ভারতের স্থান৷ ৩ মিনিটেই ভারতের তৈরি এই এ স্যাট মিসাইল ধ্বংস করে অব্যবহৃত একটি স্যাটেলাইটকে৷
advertisement

বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে এই গর্বের সংবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জানান, মহাকাশ লো অরবিট স্যাটেলাইট ধ্বংস করার এই প্রক্রিয়া ভারতের ইতিহাসে এই প্রথম৷ মাত্র ৩ মিনিটে লো অরবিট স্যাটেলাইটটিকে ধ্বংস করে ভারতের এ স্যাট মিসাইল৷ এই মিশনের সাফল্যের পর ভারত এখন মহাকাশে মহাশক্তিশালী দেশ৷ এই সফল মিশনের জন্য DRDO-কে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷

advertisement

কী এই মিশন শক্তি?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অ্যান্টি স্যাটেলাইট মিসাইল হল এমন এক মিসাইল, যা মহাকাশে কোনও একটি স্যাটেলাইটকে ধ্বংস করতে পারে৷ বিশ্বে খুব কম দেশেই এই প্রযুক্তি রয়েছে৷ সেই ক্লাবে এ বার ঢুকে পড়ল ভারতও৷ প্রধানমন্ত্রীর কথায়, 'দেশের আজ বড় গর্বের দিন৷ আমরা ভারতকে ভবিষ্যতের জন্য তৈরি করছি৷ এই মুহূর্তে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ৷ অস্ত্র প্রতিযোগিতা চায় না ভারত৷ যুদ্ধের পরিস্থিতিও চায় না৷ কিন্তু নিজেদের সুরক্ষার জন্য দেশ তৈরি৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গর্বের দিন! মহাকাশে সফল ভারতের 'মিশন শক্তি', জানালেন মোদি