বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে এই গর্বের সংবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জানান, মহাকাশ লো অরবিট স্যাটেলাইট ধ্বংস করার এই প্রক্রিয়া ভারতের ইতিহাসে এই প্রথম৷ মাত্র ৩ মিনিটে লো অরবিট স্যাটেলাইটটিকে ধ্বংস করে ভারতের এ স্যাট মিসাইল৷ এই মিশনের সাফল্যের পর ভারত এখন মহাকাশে মহাশক্তিশালী দেশ৷ এই সফল মিশনের জন্য DRDO-কে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷
advertisement
কী এই মিশন শক্তি?
অ্যান্টি স্যাটেলাইট মিসাইল হল এমন এক মিসাইল, যা মহাকাশে কোনও একটি স্যাটেলাইটকে ধ্বংস করতে পারে৷ বিশ্বে খুব কম দেশেই এই প্রযুক্তি রয়েছে৷ সেই ক্লাবে এ বার ঢুকে পড়ল ভারতও৷ প্রধানমন্ত্রীর কথায়, 'দেশের আজ বড় গর্বের দিন৷ আমরা ভারতকে ভবিষ্যতের জন্য তৈরি করছি৷ এই মুহূর্তে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ৷ অস্ত্র প্রতিযোগিতা চায় না ভারত৷ যুদ্ধের পরিস্থিতিও চায় না৷ কিন্তু নিজেদের সুরক্ষার জন্য দেশ তৈরি৷'