একটি ইংরেজি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, হামলার প্রায় ১০ দিন আগেই ভারতের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে পাঠানো হয়েছিল সতর্কবার্তা ৷ যেখানে ইঙ্গিত ছিল এই ধরনের জঙ্গি হামলার ৷
এই ইংরেজি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, শুধু হামলার ইঙ্গিত নয়, ভারতের পক্ষ থেকে পাঠানো নথিতে উল্লেখ ছিল হামলাকারী নাম ও ঠিকানার ৷
শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণের দু’দিন পরে এই জঙ্গি হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি সংগঠন ৷ সংগঠনের এএমএকিউ নামের সংবাদসংস্থায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনই জানানো হয়েছে৷ মঙ্গলবার এই নিউজ এজেন্সির তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে ৷
advertisement
তবে শুধুই দায় স্বীকার করে থেমে থাকেনি এই জঙ্গি সংগঠন ৷ প্রকাশ্যে এনেছে এই জঙ্গি হামলার সঙ্গে যুক্ত থাকা জঙ্গিদের নাম ও ছবিও ৷ আইএস জঙ্গি সংগঠনের তরফ থেকে এই জঙ্গি হামলায় যারা যুক্ত ছিলেন, আবু উবাইদা, আবু আল মুখতার, আবু খলিল, আবু হামজা, আবু আল বাররা, আবু মহম্মদ ও আবু আবদুল্লা৷