TRENDING:

India Pakistan Tensions: পাকিস্তানকে এবার সেই ‘লিস্টে’র কথা মনে করাল ভারত! বলল, দিল্লি তো প্রস্তুত উত্তর দিক ইসলামাবাদ

Last Updated:

বিভিন্ন দেশে যখন ভারত সরকারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পৌঁছে দেওয়া হচ্ছে, চেষ্টা চলছে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার তখনই ভারতের বিদেশমন্ত্রকের তরফে জারি করা হল একটি বিবৃতি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অনেক হয়েছে, ওয়ান্টেড টেররিস্টদের এবার ভারতের হাতে তুলে দেওয়া হোক৷ পাকিস্তানকে আরও একবার সেই কথা মনে করিয়ে দিল ভারত৷ ইতিমধ্যেই ‘ওয়ান্টেড’ জঙ্গিদের একটা তালিকা ইসলামাবাদে ভারত পাঠিয়ে দিয়েছে৷ সেই তালিকা ধরে জঙ্গি হস্তান্তর নিয়ে আবারও পাকিস্তানকে আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হল ভারতের তরফে৷ তবে, প্রধানমন্ত্রী মোদির কথা মনে করিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র স্পষ্ট বলে দিলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন জল এবং রক্ত কখনও একসঙ্গে বইতে পারে না৷’’
News18
News18
advertisement

বিভিন্ন দেশে যখন ভারত সরকারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পৌঁছে দেওয়া হচ্ছে, চেষ্টা চলছে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার তখনই ভারতের বিদেশমন্ত্রকের তরফে জারি করা হল একটি বিবৃতি৷

আরও পড়ুন: পহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি পাক সেনাপ্রধানের যোগ! আসিম মুনিরকে নিয়ে বিস্ফোরক দাবি জয়শঙ্করের

সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল বলেন, ‘‘আমি মনে করিয়ে দিতে চাই, সন্ত্রাস এবং আলোচনা একসাথে চলতে পারে না৷ পাকিস্তানকে ক’বছর আগে জঙ্গিদের যে তালিকা ভারত পাঠিয়েছিল, তাদের হস্তান্তর করার বিষয়ে আলোচনা করতে এখনও প্রস্তুত ভারত৷’’

advertisement

এরপরেই রণধীর স্পষ্ট জানান, ‘‘জম্মু ও কাশ্মীর নিয়ে যদি কোনও দ্বিপাক্ষিক আলোচনা হয়, তা হবে একমাত্র বেআইনিভাবে দখল করে রাখা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে৷’’

আরও পড়ুন: ‘সিঁদুর যখন বারুদ হয়ে যায়…,’ পহেলগাঁও নিয়ে পাকিস্তানকে ফের হুঙ্কার মোদির, তিন সেনার ভূয়সী প্রশংসা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এছাড়া, সিন্ধু জলবণ্টন চুক্তি এখনও স্থগিতই রাখা হবে বলে সাফ জানিয়ে দেন রণধীর৷ বলেন, ‘‘পাকিস্তান ক্রশ বর্ডার টেররিজমকে সাপোর্ট করা ন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিতই থাকবে৷ আমাদের প্রধানমন্ত্রী যেমন বলেছেন, জল আর রক্ত কখনও একসাথে বইতে পারে না’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan Tensions: পাকিস্তানকে এবার সেই ‘লিস্টে’র কথা মনে করাল ভারত! বলল, দিল্লি তো প্রস্তুত উত্তর দিক ইসলামাবাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল