শুক্রবার তিনি বলেন, ‘‘পাকিস্তান ভারতের একাধিক শহর, মিলিটারি স্টেশন লক্ষ্য করেছিল। ভারত যথাযথ ভাবে তা প্রতিহত করেছে। পাকিস্তান অবশ্য এইসব তাদের স্টেট মেশিনারি ব্যবহার করে আগের মতই অস্বীকার করছে। আমি গতকাল বলেছিলাম পুঞ্চে গুরুদ্বোয়ারে হামলা করেছে। ওরা সেটা অস্বীকার করে বলতে চাইছে ভারতীয় বায়ু সেনা নাকি হামলা করেছে।’’
advertisement
কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছিলেন পাকিস্তানের হামলায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে পুঞ্চে। আহত হয়ে প্রচুর জন ভর্তি হাসপাতালে। পুঞ্চে দুই পড়ুয়ার মৃত্যুর খবর এবার জানালেন বিদেশ সচিব। তিনি বলেন, ‘‘একাধিক জায়গায় ভারী গোলাবর্ষণ করেছে পাকিস্তান। পুঞ্চে স্কুল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দুই ছাত্রের মৃত্যু হয়েছে। আরও এক জায়গায় স্কুলে হামলা চালানো হয়েছিল। স্কুল বন্ধ থাকায় বড় জীবনহানি আটকানো গিয়েছে।’’
আরও পড়ুন: ‘মোদির নাম উচ্চারণ করতেও…’ শেহবাজ শরিফকে কটাক্ষে ভরালেন পাক নেতা! দেখুন ভাইরাল ভিডিও
তিনি আরও বলেন, ‘‘আমরা আমাদের শহরকে আক্রমণ করব! এমন স্বপ্ন/ফ্যান্টাসি পাকিস্তান দেখতে পারে। পাকিস্তান একের পর এক মিথ্যা কথা ও তথ্য দিয়ে চলেছে।’’