TRENDING:

India Pakistan: একাধিক শহর, মিলিটারি স্টেশন ছিল লক্ষ্য! কিছুই না পেরে পুঞ্চে স্কুল লক্ষ্য করে হামলা পাকিস্তানের! মৃত দুই পড়ুয়া

Last Updated:

India Pakistan: পাকিস্তানের হামলায় প্রাণ হারিয়েছে কাশ্মীরের দুই ছাত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বৃহস্পতিবার রাতেও একাধিক হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের একাধিক শহর, মিলিটারি স্টেশন লক্ষ‍্য করে হামলার চেষ্টা করেছে পাকিস্তান। শুক্রবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে জানালেন ভারতের বিদেশ সচিব। পাশাপাশি পাকিস্তানের হামলায় প্রাণ হারিয়েছে কাশ্মীরের দুই ছাত্র, এদিন সাংবাদিক বৈঠকে জানালেন তিনি।
একাধিক শহর, মিলিটারি স্টেশন ছিল লক্ষ্য! কিছুই না পেরে পুঞ্চে স্কুল লক্ষ্য করে হামলা পাকিস্তানের! মৃত দুই পড়ুয়া
একাধিক শহর, মিলিটারি স্টেশন ছিল লক্ষ্য! কিছুই না পেরে পুঞ্চে স্কুল লক্ষ্য করে হামলা পাকিস্তানের! মৃত দুই পড়ুয়া
advertisement

শুক্রবার তিনি বলেন, ‘‘পাকিস্তান ভারতের একাধিক শহর, মিলিটারি স্টেশন লক্ষ্য করেছিল। ভারত যথাযথ ভাবে তা প্রতিহত করেছে। পাকিস্তান অবশ্য এইসব তাদের স্টেট মেশিনারি ব্যবহার করে আগের মতই অস্বীকার করছে। আমি গতকাল বলেছিলাম পুঞ্চে গুরুদ্বোয়ারে হামলা করেছে। ওরা সেটা অস্বীকার করে বলতে চাইছে ভারতীয় বায়ু সেনা নাকি হামলা করেছে।’’

আরও পড়ুন: বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে একাধিক হামলা পাক সেনার! যোগ‍্য জবাব দিয়েছে ভারত! অপারেশন সিঁদুরের আপডেট দিল সরকার

advertisement

কাশ্মীরের বর্তমান মুখ‍্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছিলেন পাকিস্তানের হামলায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে পুঞ্চে। আহত হয়ে প্রচুর জন ভর্তি হাসপাতালে। পুঞ্চে দুই পড়ুয়ার মৃত‍্যুর খবর এবার জানালেন বিদেশ সচিব। তিনি বলেন, ‘‘একাধিক জায়গায় ভারী গোলাবর্ষণ করেছে পাকিস্তান। পুঞ্চে স্কুল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দুই ছাত্রের মৃত‍্যু হয়েছে। আরও এক জায়গায় স্কুলে হামলা চালানো হয়েছিল। স্কুল বন্ধ থাকায় বড় জীবনহানি আটকানো গিয়েছে।’’

advertisement

আরও পড়ুন: ‘মোদির নাম উচ্চারণ করতেও…’ শেহবাজ শরিফকে কটাক্ষে ভরালেন পাক নেতা! দেখুন ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
অন্ধকারে ঢেকে যায় গোটা গ্রাম, দাউদাউ করে জ্বলে মশাল, তারপরই বেরয় বড়মা-ছোটমা সঙ্গে ভৈরব
আরও দেখুন

তিনি আরও বলেন, ‘‘আমরা আমাদের শহরকে আক্রমণ করব! এমন স্বপ্ন/ফ্যান্টাসি পাকিস্তান দেখতে পারে। পাকিস্তান একের পর এক মিথ্যা কথা ও তথ্য দিয়ে চলেছে।’’

বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan: একাধিক শহর, মিলিটারি স্টেশন ছিল লক্ষ্য! কিছুই না পেরে পুঞ্চে স্কুল লক্ষ্য করে হামলা পাকিস্তানের! মৃত দুই পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল