পহেলগাঁও হামলার পর সীমান্তে কড়াকড়ি থাকলেও ভারতে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার অনুমতি দিল ভারত সরকার। আতারি সীমান্ত দিয়ে গত এক সপ্তাহে প্রায় ৯২৬ জন পাকিস্তানি দেশে ফিরে গেছেন।
আরও পড়ুন: পাকিস্তান থেকে আসা ৪ সন্তানের মা সীমা হায়দারকে মনে আছে! এবার তার কী হবে? কী বলছে আইনজীবী জানুন…
advertisement
পহেলগাঁও-এ জঙ্গীদের আক্রমণে পর্যটকদের হত্যা ঘটনার পর ফুঁসে উঠেছে গোটা দেশ৷ এমন অবস্থায় চুপ থাকেনি ভারত সরকারও৷ পাকিস্তানকে সবদিক থেকেই প্রবল চাপে রেখেছে তারা৷ এসবের মধ্যেই নিরীহ পাকিস্তানীদের দেশে ফেরানোর সিদ্ধান্ত সরকারের৷
সকাল সকাল সুখবর পেতেই পাকিস্তানি নাগরিকদের পক্ষে এই সিদ্ধান্তে স্বস্তি ফিরে আসে। বৃহস্পতিবার সূর্যের আলো ফুটতেই একাধিক পাকিস্তানের নাগরীক আটারি সীমান্তে পৌঁছে যান৷ যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চাইছিলেন তারা৷ তবে প্রথমদিকে বেশ কিছু সমস্যায় পড়তে হয় তাদের৷ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে তাদের আটকে দেওয়া হয়েছিল৷ কারণ তখনও পর্যন্ত অনুমতির আনুষ্ঠানিক বার্তা বিএসএফের কাছে পৌঁছায়নি। পরে কেন্দ্রীয় ক্লিয়ারেন্স আসতেই তাদের যাত্রার প্রক্রিয়া শুরু হয়।
আরও পড়ুন: পাঁচ বছরের শিশুকন্যাকে অপহরণ, খুন! কর্ণাটকে পুলিশের সঙ্গে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু
২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে, মোট ৯২৬ জন পাকিস্তানি তাদের দেশে ফিরে গেছেন এবং ১,৮৪১ জন ভারতীয় ভারতে ফিরে এসেছেন। এই সময়কালে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কড়াকড়ি।
পহেলগাঁও হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পরে ভারত দ্রুত আতারি সীমান্তে বাণিজ্য ও পারাপার বন্ধ করে দেয়। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয় এবং সমস্ত রকম ভারতীয় বাণিজ্য স্থগিত করে। ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের ১৬টি ভিসার মধ্যে ১৪টি বাতিল করে দেয়। বাকি দুটির মধ্যে একটির ভবিষ্যৎও ঝুলে রয়েছে।