TRENDING:

All Party Meeting: 'অপারেশন সিঁদুর’-র পর কি আরও কোনও বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার? জানা যাবে কিছুক্ষণেই

Last Updated:

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কড়া জবাব যে দেওয়া হবে, গত কয়েকদিনে তা বারবার বুঝিয়ে দিয়েছিল কেন্দ্র। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করা হয়। গত কয়েকদিনে বেশ কয়েকবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পহেলগাঁও হামলার ১৫ দিনের মধ্যেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক ঘাঁটি। এই ‘অপারেশন সিঁদুর’-এর পরেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চরমে চড়েছে। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। সীমান্তে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে পাকিস্তান। ভারতের এই প্রত্যাঘাতের পর থেকেই অশান্ত নিয়ন্ত্রণরেখা। অপারেশন সিঁদুর নিয়ে ‘ব্রিফ’ করতে সর্বদলীয় বৈঠক ডাকল  কেন্দ্রীয় সরকার।
News18
News18
advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কড়া জবাব যে দেওয়া হবে, গত কয়েকদিনে তা বারবার বুঝিয়ে দিয়েছিল কেন্দ্র। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করা হয়। গত কয়েকদিনে বেশ কয়েকবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন– যে সিঁদুর হারিয়েছিল সিঁথি, ফিরে এল প্রত্যাঘাতে, ন্যায়বিচারে, অপরাধ দমনে; অপারেশন সিঁদুর-এর নামকরণের পটভূমি নতুন সূর্যের মতোই লাল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার এই অভিযানের কথা সামনে আসতেই সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছে দেশবাসী। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারের মন্ত্রীরাও ভারতীয় সেনাকে কুর্ণিশ জানিয়েছেন।  বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মতোই সেনাকে অভিবাদন এবং স্যালুট জানিয়েছেন বিরোধী দলেনেতা রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, আসাদউদ্দিন ওয়াইসি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়েরা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
All Party Meeting: 'অপারেশন সিঁদুর’-র পর কি আরও কোনও বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার? জানা যাবে কিছুক্ষণেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল