আরও পড়ুন: ইন্ডিয়া-নরডিক সামিটে অংশ নিতে সুইডেন সফরে মোদি
মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ–পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব শক্তিশালী থাকার ফলে এ বছর ৯৭ শতাংশ বৃষ্টিপাত হবে। তবে কোনও কোনও রাজ্যে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হবে বলেও জানানো হয়েছে ৷ ৯৬ শতাংশ ১০৪ শতাংশের মধ্যে থাকলে তাকে স্বাভাবিক বৃষ্টিপাত বলে ধরে নেওয়া হয়। আবার ৯০ শতাংশের নীচে বৃষ্টিপাত হলে তাকে ঘাটতি বৃষ্টি বলা হয়।
advertisement
ভারতের মতো কৃষিপ্রধান দেশে মৌসুমী বায়ুর প্রভাব অত্যন্ত বেশি ৷ কৃষি উৎপাদনের সঙ্গে এর যোগও রয়েছে সরাসরি ৷ মৌসুমী বায়ুর খাম খেয়ালিপনার উপর অনেকটাই নির্ভর করে এ দেশের বাজার,অর্থনীতি এমনকি রাজনীতিও ৷
আরও পড়ুন: অনিশ্চিত ভোটের ভবিষ্যৎ, পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় বহাল রইল স্থগিতাদেশ
কেন্দ্রীয় মৌসম ভবনের প্রধান কে জে রমেশ বলেন, ‘‘এ বছর দেশের কোথাও কম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী ১৫ মে থেকে বর্ষা আসবে বলে মনে করা হচ্ছে। ভারত এবার তৃতীয়বার স্বাভাবিক বর্ষার সাফল্য পাবে।’’