TRENDING:

মোবাইল উৎপাদনে চিনকে ছাপিয়ে যেতে হবে ভারতকে : রবি শঙ্কর প্রসাদ

Last Updated:

তিনি বলেন, পি এল আই প্রকল্পকে আরও বাড়ানো হচ্ছে কারণ সরকার চায় ভারতকে শুধু মোবাইলই নয়, অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যেরও হাব বানাতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মোবাইল উৎপাদনে চিন’কে ছাপিয়ে যেতে হবে ভারতকে, আর  এটাই হবে ভারতের সর্ব প্রথম লক্ষ্য, সোমবার এমনটাই জানালেন টেলিকম ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। এ দিন এফসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় প্রসাদ আরও বলেন, প্রোডাকশান লিঙ্কড ইন্সেনটিভ (পি এল আই) প্রকল্পে বর্তমানে বিশ্বের বড় সংস্থাগুলি ভারতের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী হয়েছে৷ পি এল আই প্রকল্পকে আরও বাড়ানো হচ্ছে, কারণ সরকার চায় ভারতকে শুধু মোবাইলই নয়, অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যেরও হাব বানাতে৷ বর্তমানে সরকারের লক্ষ্য, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক দেশ হয়ে উঠুক । সেই মতো কেন্দ্রীয় সরকার সমস্ত রকম সাহায্য করছে যাতে মোবাইল তৈরিতে চিনকে ছাড়িয়ে যেতে পারে ভারত। মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলোর উপর চাপও তৈরি করা হচ্ছে । সরকারের এখন এটাই লক্ষ্য, বলেও জানান প্রসাদ ।
advertisement

প্রসঙ্গত, ২০১৭তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক দেশ হয় ভারতবর্ষ। ‘দ্য ন্যাশনাল পলিসি অন ইলেকট্রনিক্স’ ২০১৯ অনুসারে, ২০২৫-এর মধ্যে ভারতের ইলেকট্রনিক্স উৎপাদনে আয় হবে ২৬ লাখ কোটি টাকা, যেখানে মোবাইল ফোন সেগমেন্ট থেকেই আসবে ১৩ লাখ কোটি টাকা।

প্রসাদ আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তৈরী এই পিএলআই তৈরি হয়েছে ভারতের স্বনির্ভরতা ও ব্যবসায়িক স্বাচ্ছন্দ্যকে চালিত করার জন্য যাতে বিকল্প উৎপাদন গন্তব্য হিসাবে ভারতকে তুলে ধরা যায়। সরকার একটি পিএলআই প্রকল্প তৈরি করেছে যাতে বিভিন্ন সংস্থাগুলি থেকে ৪৮ হাজার কোটি টাকা পেতে পারে। সরকার দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ১৬টি প্রস্তাবকে ছাড়পত্র দিয়েছে৷ এতে ১১হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে৷ পি এল আই প্রকল্পের অধীনে আগামী ৫ বছরে ১০.৫ লাখ টাকার মোবাইল ফোন তৈরি হবে৷

advertisement

এই সংস্থাগুলির মধ্যে আছে আইফোন প্রস্তুতকারক অ্যাপেলের কন্ট্রাক্ট উৎপাদক Foxconn Hon Hai, Wistron, Pegatron, এছাড়াও Samsung এবং Rising Star ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এবং দেশীয় সংস্থা গুলির মধ্যে আছে Lava, Bhagwati (Micromax), Padget Electronics (Dixon Technologies), UTL Neolyncs ও Optiemus.

বাংলা খবর/ খবর/দেশ/
মোবাইল উৎপাদনে চিনকে ছাপিয়ে যেতে হবে ভারতকে : রবি শঙ্কর প্রসাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল