জাতীয় খাবারের তকমা অধরা। তাতে কী, সুপার ফুডের ট্যাগ তো আছে। তা সেই সুপার ফুড খিচুড়ি রান্না করতে এলাহি আয়োজন তো হবেই। ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ার আয়োজিত ফুড ফেস্টিভ্যালে সকাল থেকে সাজো সাজো রব। কথা ছিল রান্না হবে আটশ কেজির খিচুড়ি কিন্তু রান্না শেষের পর দেখা গেল তার ওজন দাঁড়িয়েছে ৯১৮ কেজি ৷
advertisement
রান্না করতে ক্রেনে করে আনা হয় দৈত্যাকার কড়া।তাতে চাল-ডাল দিয়ে শুরু হল খিচুড়ি রান্না ৷ তৈরিই ছিলেন শেফ সঞ্জীব কাপুর ও তাঁর দলবল। চাল, মুগের ডাল, জোয়ার, বাজরা আর ঘি-র সঙ্গে মশলাপাতি। খিচুড়িতে ফোড়ন দিলেন বাবা রামদেব। একইসঙ্গে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রকের প্রধান হরসিমরত কউর বাদল।
অবশেষে তৈরি হল ৯১৮ কেজির খিচুড়ি। ষাট হাজার অনাথ শিশু তা জমিয়ে খেল। রীতিমতো বিশ্বরেকর্ড তো বটেই। বাঙালির প্রিয় খিচুড়ি আম আদমির গণ্ডি পেরিয়ে নাম তুলল এলিট তালিকায়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2017 2:38 PM IST