কাশ্মীর নিয়ে বলতে উঠে বুরহানের প্রসঙ্গ টেনে আনেন পাক প্রধানমন্ত্রী। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার মতো আন্তর্জাতিক মঞ্চ হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানিকে যুব নেতা হিসেবে বর্ণনা দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ বর্তমানে কাশ্মীরের ‘জনপ্রিয় ও শান্তিপূর্ণ স্বাধীনতা আন্দোলনের মুখ’ হিসেবে উঠে এসেছে সে। পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রায় সঙ্গে সঙ্গেই শরিফের অভিযোগের মুখের মত জবাব দেয় ভারত ।
advertisement
রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত জানায়, ‘পাক মদতেই বিভিন্ন জঙ্গি সংগঠনের বাড়বাড়ন্ত ৷ বহু জঙ্গি সংগঠনকেই অর্থের ৷ অস্ত্র দেয় পাকিস্তান ৷ পাক প্রধানমন্ত্রী আজ নিজেই তা প্রমাণ করেছেন ৷ হিজবুল জঙ্গি কমান্ডারকে নিজেই স্বীকৃতি দিচ্ছেন ৷ ভারত কোনওমতেই সন্ত্রাসবাদকে সমর্থন করে না ৷ সন্ত্রাসবাদের হাত থেকে কাশ্মীরবাসীকে রক্ষা করতে ভারত দৃঢ়প্রতিজ্ঞ ও যথেষ্ট সক্ষম ৷’ রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে জানাল ভারত ৷
উরিতে জঙ্গি হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান ৷ বর্তমানে দু’দেশের মধ্যে যা পরিস্থিতি তাতে, কোনওমতেই দ্বিপাক্ষিক আলোচনা শুরু করা যাবে না।