নদীগুলির ক্ষেত্রে, গঙ্গাকে সবচেয়ে পবিত্র নদী হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু অনেক শহরেই গঙ্গার অবস্থাও বেশ দূষিত। এমতাবস্থায়, কেউ যদি মনে করেন যে ভারতের প্রতিটি নদীর অবস্থা একই ভাবে নোংরা, তাহলে কিন্তু ভুল হবে। ভারতে এমন একটি নদী রয়েছে যা কাচের মতো স্বচ্ছ। এই নদীটিকে ভারতের সবচেয়ে পরিষ্কার নদী হিসাবে বিবেচনা করা হয়। এটি মেঘালয়ে অবস্থিত।
advertisement
আরও পড়ুন: শীতে হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়? রইল উষ্ণ থাকার সহজ উপায়
আসলে আমরা বলছি ডাউকি নদীর কথা বলছি যা উমঙ্গট নদী নামেও পরিচিত। এটি মেঘালয়ে অবস্থিত। এটি এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী। এই নদীটি মোলিনং গ্রামের কাছে অবস্থিত, যা ২০০৩ সালে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের মর্যাদা পেয়েছে। আজও এই গ্রামটি খুবই পরিচ্ছন্ন, তাই এখানকার মানুষরাও এই নদীটিকে পরিষ্কার রাখেন। বর্তমানে ডাউকি বিখ্যাত পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে। তবে অনেকেই আশঙ্কা করছেন যে অত্যধিক পর্যটক আসার কারণে এই নদীটিও নোংরা হতে শুরু করবে।
আরও পড়ুন: কটন বাডস দিয়ে কানের ময়লা পরিষ্কার করলে বড় ক্ষতি হতে পারে! জানুন কীভাবে করা উচিত
যাঁরা এই নদীটিকে সামনে থেকে দেখেছেন তাঁরা বলছেন, এটি কাচের মতো পরিষ্কার। এটি দেখলে মনে হয় এর ওপর ভাসমান নৌকা যেন হাওয়ায় উড়ছে। যে কেউ সহজেই জলের ভিতরটা দেখতে পাবেন, একেবারে নদীর তলদেশ পর্যন্ত দেখা যায়। এই নদীটি শিলং থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে। মেঘালয়ের মানুষ এই নদীটির পরিষ্কার-পরিচ্ছন্নতার খুব যত্ন নেন।
ট্রাভেল ট্রায়াঙ্গল ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, মোলিনং গ্রামে সাক্ষরতার হার ১০০ শতাংশ। ২০০৭ সাল থেকে এই গ্রামের প্রতিটি বাড়িতে একটি করে টয়লেট রয়েছে! এখানকার কোনও গ্রামবাসী খোলা জায়গায় মলত্যাগ করেন না। গ্রামের সব জায়গায় বাঁশের তৈরি ডাস্টবিন রয়েছে। এগুলো গাছের নিচেই রাখা হয়, যাতে গাছের শুকনো পাতা সরাসরি এই ডাস্টবিনে পড়ে। আরেকটি আশ্চর্যের বিষয় হল যে, এই শহরে প্লাস্টিকের ব্যাগ এখানে-ওখানে ফেলা নিষিদ্ধ। এখানে সিগারেট খাওয়ার উপরেও নিষেধাজ্ঞা রয়েছে। এই গ্রামে নিয়ম এতই কড়া যে যাঁরা এসবের তোয়াক্কা করেন না তাঁদের শাস্তি দেওয়া হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F