আজকের বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাদাখ সীমান্ত রক্তাক্ত হতেই বিরোধীদের নিশানায় কেন্দ্র। এই পরিস্থিতিতে দেশের সব রাজনৈতিক দলের প্রধানকেই আজকের বৈঠকে থাকার জন্য অনুরোধ করেছে কেন্দ্র। সূত্রের খবর, গতকাল বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি, বিএসপি সুপ্রিমো মায়াবতী-সহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের ফোন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সীমান্তের বর্তমান পরিস্থিতি ও বৈঠকে উপস্থিত থাকার জন্য তাঁদের আমন্ত্রণ জানান তিনি। সূত্রের খবর, লাদাখের লাগনওয়ানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাজনৈতিক দলগুলিকে অবগত করবেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা ও পদক্ষেপ নিয়ে বিরোধীদের থেকে পরামর্শও চাইবেন তিনি। লাদাখ সীমান্ত সমস্যা মোকাবিলায় দেশের একতা, সুরক্ষা ও সার্বভৌমত্ব বজায় রাখতে সব দলকেই পাশে পেতে চাইছে কেন্দ্রীয় সরকার।
advertisement
লাদাখ পরিস্থিতি নিয়ে আজ সর্বদল বৈঠক ৷ বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু হবে ৷ সব রাজনৈতিক দলের নেতাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সর্বদল বৈঠকে থাকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লাদাখ সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা ৷ কেন্দ্রের পদক্ষেপ নিয়ে বিরোধীদের পরামর্শ চাইতে পারেন প্রধানমন্ত্রী ৷