ইতিমধ্যেই জম্মু, শ্রীনগর, লেহ-সহ ৮টি বিমানবন্দরে অসামরিক বিমান ওঠানামা বন্ধ করল কেন্দ্রীয় সরকার। বিমানবন্দরের দখল নিয়েছে ভারতীয় বায়ুসেনা। জম্মু, শ্রীনগর, লেহ, অমৃতসর, পাঠানকোট, ধরমশালা, দেরাদুন, চণ্ডীগড় বিমানবন্দরের দিকে আসা বিমানগুলিকে ফেরত পাঠানো হচ্ছে। এই ৮টি বিমানবন্দর ভারত-পাকিস্তান সীমানার কাছে অবস্থিত।
এদিন সকালে পাকিস্তানের যুদ্ধবিমান F-16 গুলি করে নামায় ভারতীয় সেনা৷ ভারতের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকে পড়েচিল পাকিস্তানের ওই যুদ্ধবিমানটি৷ পাক যুদ্ধবিমানের পাইলটকে অসহায় অবস্থায় ওই বিমান থেকে প্যারাশ্যুটে পাক অধিকৃত কাশ্মীরে নামতে দেখা গিয়েছে৷ অন্যদিকে পাকিস্তান সেনার দাবি, তারা ভারতের ২টি যুদ্ধবিমানকে নামিয়ে দিয়েছে৷ ২ পাইলটকে গ্রেফতারও করেছে৷ যদিও পাকিস্তানের দাবি খারিজ করে দিয়েছে ভারত৷
advertisement
পাকিস্তানের ওই যুদ্ধবিমান ভারতে ঢুকতেই গুলি চালাতে শুরু করে সেনা৷ ভারতের বাধায় পালানোর চেষ্টা করে বিমানটি৷ পালানোর সময় রাজৌরি সেক্টরে বোমাবর্ষণ শুরু করে ওই বিমান৷ ভারতীয় বায়ুসেনা সূত্রের খবর, নওসেরা সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে বিমানটি৷
আরও ভিডিও: 'নাগরিকরা নয়, টার্গেট জঙ্গিরাই...', সন্ত্রাসদমনের জন্যই বালাকোট অপারেশন, বিশ্বকে বার্তা ভারতের