TRENDING:

ভারতে নিষিদ্ধ হল এই ৬৩টি পর্ন সাইট, একনজরে দেখে নিন তালিকা

Last Updated:

২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ৬৩টি পর্ন সাইট ব্লক করতে ইন্টারনেট প্রদানকারীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রের টেলি যোগাযোগ বিভাগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পর্নোগ্রাফি রুখতে বরাবরই মরিয়া ভারত, এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটল সরকার। ৬৩টি পর্ন সাইট নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। অবিলম্বে ওই সাইটগুলি ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় কো কোন সাইট রয়েছে, দেখে নিন একনজরে--
advertisement

নতুন করে কোন কোন পর্ন সাইট নিষিদ্ধ করা হয়েছে, তার নাম প্রকাশ করা হয়েছে। কোন কোন পর্ন সাইট নিষিদ্ধ করা হল, তার তালিকা প্রকাশ করা হয়েছে। এক নজরে দেখে নিন সেই তালিকা।

ভারতে ৬৩টি নিষিদ্ধ পর্ন সাইটের মধ্যে রয়েছে-- ‘indianporngirl’, ‘aggmaal’, ‘mmsbee’, ‘desi52’, ‘crazy18movies’, ‘ymlporn7’, ‘xxxindianporn2’, ‘goindian2’, ‘desixxxtube2’, ‘anybunny’, ‘pornolienx’ সাইট। ‘porndor’, ‘dalporn', ‘homeindiansex’, ‘freeindianporn3’, ‘ruperttube’ ,‘pornkashtan’, ‘desixnxx’, ‘indiansexmovies’, ‘desisexy2’, ‘fullindiansex’ ।

advertisement

পাশাপাশি, নিষিদ্ধ করা হয়েছে ‘indiancloud’, ‘redxxx’, ‘pornolaba’, ‘eutbeth’, ‘januflix’, ‘kaamuu’, ‘xnxx’, ‘megapornx’, ‘desijugar’ ,‘nudedesiactress’, ‘onlyindianporn2’, ‘freesexyindians’, ‘indianfuck2’,pornmaster’, ‘hifiporn’, ‘indiapornfilm2’ , ‘indiansexy2’, ‘sexvideosxxx’, ‘watchhindiporn2’, ‘porngif’, ‘mypornsnap’, ‘x-porn’, ‘rhdtube’, ‘indianporngirl’, ‘masaladesi’, ‘jerjer’, ‘hdjerjer’, ‘crazy18movies’ ‘auntymaza’।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ৬৩টি পর্ন সাইট ব্লক করতে ইন্টারনেট প্রদানকারীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রের টেলি যোগাযোগ বিভাগ। দেশে এক বার ওই পর্ন সাইটগুলি যদি ইন্টারনেট প্রদানকারীরা ব্লক করেন, তা হলে ওই সাইটগুলি আর খোলা যাবে না। ফোন, ল্যাপটপ, ডেস্কটপেও ওই সাইটগুলি খুলবে না। প্রসঙ্গত, উত্তরাখণ্ড হাই কোর্টের নির্দেশের পর ২০১৮ সালে ৮০০টিরও বেশি পর্ন সাইট নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত সরকার।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভারতে নিষিদ্ধ হল এই ৬৩টি পর্ন সাইট, একনজরে দেখে নিন তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল