তিনি বলেন, “আগামী ১৭-২০ ফেব্রুয়ারি ভারত-বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে ডিজি পর্যায়ে আলোচনা করবে বিএসএফ-বিজিবি। আমরা আশা রাখছি, দুই দেশের সম্মতিতে থাকা সব মউ এবং চুক্তিগুলিকে যথাযথ সম্মান জানানো হবে।”
আরও পড়ুন: কোন ‘ভিটামিনের’ অভাবে পায়ে ‘ঝিঝি’ ধরে জানেন…? কীসের ‘ইঙ্গিত’? সতর্ক হন, নইলে…!
তিনি আস্বস্ত করে বলেন, “সীমান্ত রক্ষা বাহিনীর যৌথ সম্মতিতে চলে আসা মউ এবং এগ্রিমেন্ট দুদেশের পারস্পরিক সম্পর্ক বিশেষত দু’দেশের নিরাপত্তা এবং বাণিজ্যকে সহযোগিতা করে। আমরা আশা করব দু’দেশের পারস্পরিক সম্মতিতে হওয়া মউ এবং এগ্রিমেন্টকে ডিজি লেবেল বৈঠকে সম্মান জানানো হবে।
advertisement
বাংলাদেশে পাকিস্তান বিদেশ সচিব এবং আইএসআই চিফের ভিজিটের বিষয়টি কীভাবে দেখছে ভারত? প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সোয়াল বলেন, আমাদের পড়শি দেশের এই ডেভেলপমেন্টের দিকে কড়া নজর রাখছি। ভারতের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে।”