TRENDING:

ভুটানের এলাকা থেকে সেনা হঠাও, চিনকে বার্তা ভারতের

Last Updated:

বুধবার ভারত স্পষ্ট বুঝিয়ে চিনের চাপসৃষ্টিতে পিছু হঠবে না ভারত ৷ বরং পাল্টা চিনকে ভুটানের এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার বার্তা দিল দিল্লি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সীমান্তে চলতে থাকা টানাপোড়েন নিয়ে ফের ভারতকে হুঁশিয়ারি চিনের ৷ বেশ কয়েকদিন ধরেই ভারত ও চিনের মধ্যে টানাপোড়েন অব্যাহত ৷ ভারত, ভুটান ও চিনের মধ্যবর্তী সীমান্তে ডোকা লা এলাকায় ঢুকে পড়েছে চিনা আর্মি ৷ জানা গিয়েছে, সেখানে রাস্তার তৈরির কাজও শুরু করে দিয়েছে চিন ৷ সেই কাজে দিল্লি ও থিম্পু বাধা দিতেই সমস্যার সূত্রপাত ৷ এরপর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা চলছে ৷ দুই দেশের তরফেই ওই এলাকায় উল্লেখযোগ্যভাবে সেনা মোতায়ন বাড়িয়েছে ৷
advertisement

বুধবার ভারত স্পষ্ট বুঝিয়ে চিনের চাপসৃষ্টিতে পিছু হঠবে না ভারত ৷ বরং পাল্টা চিনকে ভুটানের এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার বার্তা দিল দিল্লি ৷ ডোকা লা এলাকা নিয়ে যে সমস্যা তার কূটনৈতিক সমাধান সম্ভব এবং ভারতও তাই চায় ৷ কিন্তু তার আগে চিনা সেনাকে সেখান থেকে সরে যেতে হবে ৷ জানানো হয় এর আগে চিনা সেনা যেখানে ছিল সেখানেই তাদের ফিরে যেতে হবে ৷ চিনা সেনা ভুটানের এলাকায় অনুপ্রবেশ করেছে ৷ এটা তাদের করা উচিৎ হয়নি ৷ গতকাল একথা বলেন ভারতীয় প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে চিনের অভিযোগ, ভারত পাঁচশিল চুক্তি লঙ্ঘন করেছে। সেনা সরিয়ে ভারত এই ভুল ঠিক করে নিক বলেও জানিয়েছে তারা। এরই উত্তরে ভারত তাদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ভুটানের এলাকা থেকে সেনা হঠাও, চিনকে বার্তা ভারতের