TRENDING:

কেন্দ্রের ধারাবাহিক নীতির প্রতিফলন! উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ছয়টি নতুন রেললাইন প্রকল্পের অনুমোদন!

Last Updated:

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে অধীনে রায়গঞ্জ–ইটাহার, গাজোল–ইটাহার, ইতাহার–বুনিয়াদপুর, চালসা–নক্সাল, রাজা ভাত খাওয়া–জয়ন্তী, রায়গঞ্জ–ডালখোলা নতুন রেললাইন অনুমোদন পেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় রেলের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ছয়টি গুরুত্বপূর্ণ নতুন রেললাইন প্রকল্পের অনুমোদন মিলল। উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলে রেল পরিকাঠামো মজবুত করা এবং আঞ্চলিক সংযোগ আরও উন্নত করতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। রেলওয়ে বোর্ডের অনুমোদনের ফলে প্রকল্পগুলির কাজ দ্রুত শুরু করার পথ খুলে গেল, যা পরিকাঠামোভিত্তিক উন্নয়ন ও রেল যোগাযোগকে কেন্দ্র করে কেন্দ্রের ধারাবাহিক নীতির প্রতিফলন।
News18
News18
advertisement

অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে রায়গঞ্জ–ইটাহার নতুন রেললাইন, দৈর্ঘ্য ২২.১৬ কিলোমিটার, যার আনুমানিক ব্যয় ১২৯.৩৪ কোটি টাকা। পাশাপাশি গাজোল–ইটাহার ২৭.২০ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইনের জন্য ধরা হয়েছে ৮৫.৫৯ কোটি টাকা। এই দুটি প্রকল্প উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় রেল যোগাযোগকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এবং উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনকে আরও গতিশীল করবে।

advertisement

শনিবার বিকেলে শপথ অনুষ্ঠান! মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন সুনেত্রা পওয়ার! এনসিপি প্রধানও তিনিই

গোটা ব‌ই নয়! জীবনবিজ্ঞানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে পড়ুন এটা! নম্বর উঠবে ৯০ শতাংশের কাছে

আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে ইতাহার–বুনিয়াদপুর ২৭.০৯৫ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় ২৮৭.৯৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই লাইনটি পাঁচটি স্টেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবসতি কেন্দ্রকে যুক্ত করবে। এর ফলে গ্রামীণ ও সেমি-আর্বান এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি আর্থ-সামাজিক বিকাশেও গতি আসবে বলে মনে করা হচ্ছে।

advertisement

ডুয়ার্স অঞ্চলের যোগাযোগ পরিকাঠামো জোরদার করতে চালসা–নক্সাল ১৯.৮৫ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইন প্রকল্পেও ছাড়পত্র দিয়েছে রেলওয়ে বোর্ড। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৯২.৯২ কোটি টাকা, যা ওই অঞ্চলের রেল নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে।

এ ছাড়াও রাজা ভাত খাওয়া–জয়ন্তী ১৫.১৩ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইন প্রকল্পের উপরও বিবেচনা করা হয়েছে। প্রায় ১৮০.১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই লাইনটি বক্সা টাইগার রিজার্ভ এলাকার মধ্য দিয়ে যাবে। পরিবেশগত ভারসাম্য বজায় রেখে এবং স্থায়ী নির্মাণনীতিকে গুরুত্ব দিয়েই প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে জানানো হয়েছে। এর ফলে স্থানীয় যোগাযোগ উন্নত হওয়ার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা।

advertisement

ষষ্ঠ প্রকল্প হিসেবে রায়গঞ্জ–ডালখোলা ৪৩.৪৩ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইনের অনুমোদন দেওয়া হয়েছে, যার আনুমানিক ব্যয় ২৯১.৫৩ কোটি টাকা। এই প্রকল্পের প্রাথমিক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই লাইনটি রায়গঞ্জ ও ডালখোলার মধ্যে আরও কার্যকর রেল সংযোগ গড়ে তুলবে, ভ্রমণের সময় কমাবে এবং পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনবে।

সেরা ভিডিও

আরও দেখুন
একই পরিচর্যায় আলাদা ফলন! রঙিন ফুলকপি চাষের বিশেষ পদ্ধতি দেখালেন কৃষি বিজ্ঞানীরা
আরও দেখুন

এই ছয়টি নতুন রেললাইন প্রকল্পের অনুমোদনের মাধ্যমে ভারতীয় রেল উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো সম্প্রসারণ, উন্নত সংযোগ ব্যবস্থা এবং সুষম আঞ্চলিক উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে জানিয়েছেন রেলের শীর্ষ আধিকারিকরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রের ধারাবাহিক নীতির প্রতিফলন! উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ছয়টি নতুন রেললাইন প্রকল্পের অনুমোদন!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল