অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে রায়গঞ্জ–ইটাহার নতুন রেললাইন, দৈর্ঘ্য ২২.১৬ কিলোমিটার, যার আনুমানিক ব্যয় ১২৯.৩৪ কোটি টাকা। পাশাপাশি গাজোল–ইটাহার ২৭.২০ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইনের জন্য ধরা হয়েছে ৮৫.৫৯ কোটি টাকা। এই দুটি প্রকল্প উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় রেল যোগাযোগকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এবং উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনকে আরও গতিশীল করবে।
advertisement
গোটা বই নয়! জীবনবিজ্ঞানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে পড়ুন এটা! নম্বর উঠবে ৯০ শতাংশের কাছে
আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে ইতাহার–বুনিয়াদপুর ২৭.০৯৫ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় ২৮৭.৯৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই লাইনটি পাঁচটি স্টেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবসতি কেন্দ্রকে যুক্ত করবে। এর ফলে গ্রামীণ ও সেমি-আর্বান এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি আর্থ-সামাজিক বিকাশেও গতি আসবে বলে মনে করা হচ্ছে।
ডুয়ার্স অঞ্চলের যোগাযোগ পরিকাঠামো জোরদার করতে চালসা–নক্সাল ১৯.৮৫ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইন প্রকল্পেও ছাড়পত্র দিয়েছে রেলওয়ে বোর্ড। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৯২.৯২ কোটি টাকা, যা ওই অঞ্চলের রেল নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে।
এ ছাড়াও রাজা ভাত খাওয়া–জয়ন্তী ১৫.১৩ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইন প্রকল্পের উপরও বিবেচনা করা হয়েছে। প্রায় ১৮০.১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই লাইনটি বক্সা টাইগার রিজার্ভ এলাকার মধ্য দিয়ে যাবে। পরিবেশগত ভারসাম্য বজায় রেখে এবং স্থায়ী নির্মাণনীতিকে গুরুত্ব দিয়েই প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে জানানো হয়েছে। এর ফলে স্থানীয় যোগাযোগ উন্নত হওয়ার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা।
ষষ্ঠ প্রকল্প হিসেবে রায়গঞ্জ–ডালখোলা ৪৩.৪৩ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইনের অনুমোদন দেওয়া হয়েছে, যার আনুমানিক ব্যয় ২৯১.৫৩ কোটি টাকা। এই প্রকল্পের প্রাথমিক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই লাইনটি রায়গঞ্জ ও ডালখোলার মধ্যে আরও কার্যকর রেল সংযোগ গড়ে তুলবে, ভ্রমণের সময় কমাবে এবং পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনবে।
এই ছয়টি নতুন রেললাইন প্রকল্পের অনুমোদনের মাধ্যমে ভারতীয় রেল উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো সম্প্রসারণ, উন্নত সংযোগ ব্যবস্থা এবং সুষম আঞ্চলিক উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে জানিয়েছেন রেলের শীর্ষ আধিকারিকরা।
