TRENDING:

INDIA Alliance Meeting: একা মমতা নন, যাচ্ছেন না অনেক দলের নেতা! বাধ্য হয়েই কি ‘ইন্ডিয়া’র বৈঠক বাতিল করল কংগ্রেস?

Last Updated:

বৈঠকের যোগ দিতে পারবেন না বলে গত সোমবার স্পষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন রাজভবন থেকে বেরিয়ে তৃণমূলনেত্রী বলেছিলেন, ‘‘আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর আমি নর্থ বেঙ্গল যাচ্ছি৷ ৬ তারিখের বৈঠকের কথা আমি জানতাম না৷ যদি জানতাম ওই দিন বৈঠক ডাকা হয়েছে, তহলে হয়ত আমি আমার সফরের তারিখ বদল করতাম৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে বিরোধীদের হতাশাজনক ফলাফল৷ তার উপরে কংগ্রেসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসন্তোষ৷ এমন নানা ঘটনা ও বিতর্কের মাঝেই বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে৷ আগামিকাল অর্থাৎ, বুধবার নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে ইন্ডিয়ার জোটের পরবর্তী বৈঠক হওয়ার কথা ছিল৷ কিন্তু, সূত্রের খবর, কংগ্রেসের ‘সুবিধা মতো’ ওই দিনে বৈঠক করতে নারাজ জোটের একাধিক শরিক দল৷ সেই কারণেই, আপাতত বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷
advertisement

৬ ডিসেম্বরের বৈঠকে যোগ দিতে পারার কথা গত সোমবার স্পষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন রাজভবন থেকে বেরিয়ে তৃণমূলনেত্রী বলেছিলেন, ‘‘আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর আমি নর্থ বেঙ্গল যাচ্ছি৷ ৬ তারিখের বৈঠকের কথা আমি জানতাম না৷ যদি জানতাম ওই দিন বৈঠক ডাকা হয়েছে, তাহলে হয়ত আমি আমার সফরের তারিখ বদল করতাম৷’’

advertisement

আরও পড়ুন: রাজস্থানের ‘যোগী’ বালকনাথ, নাকি বজায় থাকবে বসুন্ধরার রাজ, মরুরাজ্যে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, শোনা গিয়েছে, এই বৈঠকে যোগ দিতে তেমন উৎসাহী ছিলেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও৷ ক’দিন আগেই তিনি অভিযোগ করেছিলেন, ইন্ডিয়া জোটকে তেমন গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস৷ বরং ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়েই বেশি ব্যস্ততা দেখাচ্ছে৷

advertisement

advertisement

অন্যদিকে, অখিলেশ যাদব থেকে শুরু করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও বৈঠকে থাকতে পারবেন না বলে কানাঘুঁষো শোনা যাচ্ছিল৷ যদিও ঘূর্ণিঝড় মিগজাউমে তামিলনাড়ুর যা অবস্থা, তার উপরে নজরদারি চালানোর জন্যই স্ট্যালিন যেতে পারবেন না বলে জানিয়েছিলেন৷

আরও পড়ুন:‘লক্ষ্মীর ভাণ্ডারে’র কায়দায় ‘লাডলি বহেন’! মমতার পথে হেঁটেই মধ্যপ্রদেশে বাজিমাত বিজেপির?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান— এই তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গিয়েছে কংগ্রেস৷ এর মধ্যে রাজস্থান এবং ছত্তিশগড় কংগ্রেসের হাতছাড়া হয়েছে৷ ঠিকমতো আসন সমঝোতা না হওয়া, আঞ্চলিক দলগুলিকে গুরুত্ব না দেওয়ার জন্যই এই ‘হাল’ হয়েছে বলে মন্তব্য করতে শোনা গিয়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেই৷ এবার সব মিলিয়ে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, তা অবশ্য বলবে সময়৷

বাংলা খবর/ খবর/দেশ/
INDIA Alliance Meeting: একা মমতা নন, যাচ্ছেন না অনেক দলের নেতা! বাধ্য হয়েই কি ‘ইন্ডিয়া’র বৈঠক বাতিল করল কংগ্রেস?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল