Rajasthan Assembly Election 2023: রাজস্থানের ‘যোগী’ বালকনাথ, নাকি বজায় থাকবে বসুন্ধরার রাজ, মরুরাজ্যে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রাজস্থানে অন্যতম দলিত নেতা তথা কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও প্রধানমন্ত্রী মোদির খুবই পছন্দের৷ যদি অর্জুনকে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়, তবে তিনি রাজস্থানের দ্বিতীয় দলিত মুখ্যমন্ত্রী হবেন৷
নয়াদিল্লি: বজায় রইল ‘রাজস্থানের রেওয়াজ’৷ প্রতি পাঁচ বছরে সরকার বদলে ফেলার যে ধারা গত ২৫ বছর ধরে রেখেছিলেন রাজস্থানের সাধারণ মানুষ, তা বজায় রইল তেইশের বিধানসভা নির্বাচনেও৷ কংগ্রেসের অশোক গেহলটের সরকারের হাত থেকে রাজস্থান যেতে চলেছে গেরুয়া বাহিনীর হাতে৷ শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, রাজস্থানে ১৯৯টি আসনের মধ্যে ১১১টিতেই জিতছে বিজেপি৷ ৭১টি কংগ্রেস এবং ১৭টি অন্যান্য৷
কিন্তু, বিজেপির সরকার গড়ার সম্ভাবনা সামনে আসতেই ক্রমশই বড় হচ্ছে একটা প্রশ্ন৷ তাহলে রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন?
কারণ, এই বিধানসভা ভোটে রাজস্থানে নির্দিষ্ট কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রাখেনি বিজেপি৷ এর পিছনে কিছু কৌশলগত কারণও ছিল হয়ত৷ তবে মূল কারণ অবশ্যই ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজস্থানের দু’বারের মুখ্যমন্ত্রী তথা রাজ পরিবারের সদস্য বসুন্ধরা রাজের দূরত্ব৷
advertisement
advertisement
বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় ছিল না ‘ঢোলপুরের মহারানি’র নাম৷ এমনকি, দলের অন্দরেই বিদ্রোহের সম্ভাবনা তৈরি হয়েছিল। পরে অবশ্য তাঁকে টিকিট দেয় তাঁর দল। তবে বাদ পড়েন তাঁর অন্তত ২৪ জন অনুগামী৷ তাঁদের মধ্যে অনেকে নির্দল হিসাবেও দাঁড়িয়েছেন অনেকে৷ ভোটের আগেই জল্পনা ছিল, ক্ষমতায় ফিরলেও হয়ত বসুন্ধরা রাজেকে আর মুখ্যমন্ত্রী না-ও করতে পারে বিজেপি৷
advertisement
আরও পড়ুন:‘লক্ষ্মীর ভাণ্ডারে’র কায়দায় ‘লাডলি বহেন’! মমতার পথে হেঁটেই মধ্যপ্রদেশে বাজিমাত বিজেপির?
তবে, বসুন্ধরা রাজেকে একেবারে অস্বীকার করার জায়গাতেও নেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ কারণ, আর মাত্র ৬ মাসের মধ্যেই লোকসভা নির্বাচন৷ আর রাজস্থানের ২৫টি লোকসভা আসনের বিজেপির ঝুলিতে কতগুলো আসবে, তার অনেকটাই নির্ভর করবে সে রাজ্যে বিজেপির মুখের উপরে৷ তার উপরে জাতিগত সমীকরণ তো রয়েছেই৷ মারাঠা রাজপরিবারের সদস্য, পরবর্তীকালে জাঠ রাজ পরিবারের রানি৷ বসুন্ধরা সেক্ষেত্রে, রাজস্থানের জাতি রাজনীতির ভারসাম্য বজায় রাখতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে৷ প্রসঙ্গত, ঝালরপাটন কেন্দ্র থেকে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বসুন্ধরা৷
advertisement
বসুন্ধরা ছাড়া, আর যাঁরা মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম কেন্দ্রীয়মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, মহন্ত বালকনাথ, দিয়া কুমারি, অর্জুন রাম মেঘওয়াল, রাজেন্দ্র রাঠৌর, সতীশ পুনিয়া৷
আরও পড়ুন: দিনের শুরুতেই কি রাজস্থানে পালা বদলের ইঙ্গিত? বেশ অনেকটাই এগিয়ে বসুন্ধরার বিজেপি
রাজস্থানের এবারের বিধানসভা নির্বাচনে হঠাৎ করেই যে নাম আলোচনায় উঠে এসেছে, তাঁর নাম মহন্ত বালকনাথ৷ বছর চল্লিশের আলোয়াড়ের সাংসদের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তুলনা করেছেন অনেকে৷ এমনকি, ভোটের প্রচারকালে ‘রাজস্থান কী যোগী’ বলেও পরিচিতি পেয়েছেন তিনি৷ তিজারা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বালকনাথ৷
advertisement
রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে জোধপুরের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে বেশ পছন্দ মোদি, শাহ, নাড্ডার৷ কিন্তু, গজেন্দ্র সিং-কে মুখ্যমন্ত্রী করার বিষয়ে একটা সমস্যাও রয়েছে৷ শেখাওয়াত জাতিতে রাজপুত৷ তাই কোনও রাজপুতকে মুখ্যমন্ত্রী করলে তা জাঠ সম্প্রদায় ক্ষুণ্ণ হতে পারে।
জয়পুরের বিদ্যাধর নগর থেকে যখন দিয়া কুমারীকে যখন টিকিট দিয়েছিল বিজেপি, তখন রাজস্থান রাজনীতিতে কিন্তু বেশ আলোড়ন তৈরি হয়েছিল৷ কারণ ছিল মূলত, দু’টি৷ এক, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা ভৈরব সিং শেখাওয়াতের জামইকে সরিয়ে টিকিট পেয়েছিলেন তিনি৷ আর, দ্বিতীয়, দিয়া কুমারীকেই বসুন্ধরা রাজের বিকল্প হিসাবে ভাবছে বিজেপি৷ যদিও অভিজ্ঞতার নিরিখে দিয়া কুমারী যথেষ্টই নবীন৷ ৬ মাসের মধ্যেই যেখানে লোকসভা নির্বাচন, সেখানে এই ঝুঁকি বিজেপি আদৌ নিতে চাইবে কি না, সেটাই প্রশ্ন৷
advertisement
রাজস্থানে অন্যতম দলিত নেতা তথা কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও প্রধানমন্ত্রী মোদির খুবই পছন্দের৷ যদি অর্জুনকে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়, তবে তিনি রাজস্থানের দ্বিতীয় দলিত মুখ্যমন্ত্রী হবেন৷
এছাড়াও, রয়েছেন, বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠৌর৷ রাজস্থানের অন্যতম প্রবীণ নেতা রাজপুত সম্প্রদায়ের ঘনিষ্ঠ হিসাবে বিশেষ পরিচিত৷ রাজস্থান রাজনীতির অন্দরে অনেকেই স্বীকার করবেন, প্রশাসনের ঘাঁতঘোঁত তিনি বসুন্ধরা রাজের চেয়েও বেশি জানেন৷ তবে, এখানেও কাঁটা আছে একটা৷ রাজেন্দ্র রাঠৌরের আরএসএস ব্যাকগ্রাউন্ড নেই৷ জনতা দল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন এককালে৷
advertisement
রাজস্থান বিজেপির প্রাক্তন প্রধান সতীশ পুনিয়াও রয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে৷ রাজস্থান বিজেপির জাঠ প্রতিনিধি হওয়াই তাঁর মূল অস্ত্র৷ কারণ, রাজস্থান তো বটেই আগামী লোকসভা ভোটে হরিয়াণা, উত্তরপ্রদেশ এবং দিল্লির জাঠ ভোটব্যাঙ্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে৷ কিন্তু, সমস্যা হচ্ছে, বসুন্ধরা রাজের সঙ্গে পুনিয়ার আদায়-কাঁচকলায় সম্পর্ক৷ তাই, পুনিয়াকে মুখ্যমন্ত্রী করলে বসুন্ধরা শিবিরে তীব্র বিদ্রোহের সম্ভাবনা থাকবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
December 03, 2023 4:06 PM IST