TRENDING:

Independence Day 2025: 'রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না' সিন্ধুর জলচুক্তি দেশের বা কৃষকদের স্বার্থে নয়! ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

Last Updated:

Independence Day 2025 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আসুন, এই দিন আমাদের অনুপ্রাণিত করুক স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণের জন্য আরও কঠোর পরিশ্রম করতে এবং একটি উন্নত ভারত গড়তে। জয় হিন্দ!”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাহেলগাম সন্ত্রাস হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত রাখায় ভারতকে হুমকি দেওয়ার পরই এল প্রধানমন্ত্রী মোদির জ্বালাময়ী স্বাধীনতা দিবসের ভাষণ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ দেশটির শীর্ষ নেতারা এই হুমকি দেন। ‘মেক ইন ইন্ডিয়া’র শক্তির প্রমাণ অপারেশন সিঁদুর’, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দেশজুড়ে পূর্ণ দেশপ্রেমের আবহে পালিত হচ্ছে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। দিনটি স্মরণ করায় প্রায় ২০০ বছরেরও বেশি সময়ের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির মুহূর্ত, যা অবশেষে ১৯৪৭ সালে এসেছিল।
১৫ অগাস্ট নরেন্দ্র মোদি যা বললেন
১৫ অগাস্ট নরেন্দ্র মোদি যা বললেন
advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আসুন, এই দিন আমাদের অনুপ্রাণিত করুক স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণের জন্য আরও কঠোর পরিশ্রম করতে এবং একটি উন্নত ভারত গড়তে। জয় হিন্দ!”

তিনি বলেন, “ভারত ঠিক করেছে, রক্ত আর জল একসঙ্গে বইবে না। এখন আমার দেশবাসী স্পষ্ট বুঝতে পারছেন, সিন্ধু জল চুক্তি কতটা অবিচারপূর্ণ ও একতরফা। ভারতের ভেতর থেকে উৎসারিত নদীগুলোর জল আমাদের শত্রুদের ক্ষেত সেচ দিচ্ছে, আর আমার নিজের দেশের কৃষক ও জমি তৃষ্ণার্ত থেকে যাচ্ছে জলের অভাবে।”

advertisement

তিনি আরও বলেন, “কী ধরনের চুক্তি ছিল এটি, যা গত সাত দশক ধরে আমাদের কৃষকদের এত অজানা ক্ষতির মুখে ফেলেছে? জলের ন্যায্য অংশের অধিকার কেবল ভারতেরই।” প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে বলেন, ভারত আর ইন্দুস জল চুক্তির কারণে হওয়া ক্ষতি বরদাস্ত করবে না। এই চুক্তি না কৃষকদের স্বার্থে, না দেশের স্বার্থে।

advertisement

মঙ্গলবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শরিফ বলেন, “আমি আজ শত্রুকে বলতে চাই, যদি আমাদের জল আটকে দেওয়ার হুমকি দাও, তবে মনে রেখো—পাকিস্তানের এক ফোঁটা জলও ছিনিয়ে নিতে পারবে না।” তিনি আরও বলেন, যদি ভারত এমন চেষ্টা করে, তবে “এমন শিক্ষা দেওয়া হবে যে কান ধরে উঠতে হবে।”

এর এক দিন আগে, পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি সিন্ধু জল চুক্তি স্থগিত করাকে ‘সিন্ধু উপত্যকা সভ্যতার ওপর আঘাত’ বলে মন্তব্য করেন এবং সতর্ক করে বলেন, দেশকে যদি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়, তবে তারা পিছু হটবে না।

প্রতি বছরই সারা দেশে পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্‌যাপিত হয় স্বাধীনতা দিবস। জাতীয় সঙ্গীত গাওয়া হয়, মানুষ অংশ নেন প্যারেড, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। ৭৯তম স্বাধীনতা দিবসের থিম ‘নয়া ভারত’। প্রতিরক্ষা মন্ত্রকের সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, এই বিষয়টি ২০৪৭ সালের মধ্যে একটি সমৃদ্ধ, সুরক্ষিত এবং স্বনির্ভর ভারত গড়ার লক্ষ্যকে প্রতিফলিত করে।

ঐতিহাসিক লালকেল্লা থেকে উদ্‌যাপনের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। পতাকা উত্তোলনে সহায়তা করবেন ফ্লাইং অফিসার রাশিকা শর্মা।

এ বছর লালকেল্লার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রায় ৫,০০০ বিশেষ অতিথি, যাঁরা দেশের বিভিন্ন প্রান্তের নানা ক্ষেত্র থেকে এসেছেন। এর মধ্যে রয়েছেন ২০২৫ সালের স্পেশাল অলিম্পিকসে ভারতের প্রতিনিধি দল, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীরা, স্বচ্ছতা অভিযানে সেরা কর্মদক্ষ ৫০ জন পরিচ্ছন্নতা কর্মী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসী শিশু সহ আরও অনেকে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এ বছরের অনুষ্ঠানের সমন্বয়কারী বাহিনী হিসেবে রয়েছে ভারতীয় বায়ুসেনা। থাকবে গার্ড অফ অনার, ২১ বার বন্দুক স্যালুট, এবং বিশেষ ফ্লাইপাস্ট—যেখানে একসঙ্গে ওড়ানো হবে জাতীয় পতাকা ও অপারেশন সিন্ধুর পতাকা।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Independence Day 2025: 'রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না' সিন্ধুর জলচুক্তি দেশের বা কৃষকদের স্বার্থে নয়! ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল