প্রধানমন্ত্রী মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া। ১৪০ কোটি দেশবাসী আপনাদের জন্য গলা ফাটাচ্ছেন। খেলোয়াড় সুলভ মন বজায় রেখে উজ্জ্বলতম খেলা খেলুন।’ অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বিশ্বকাপের মহারণে ঐতিহাসিক জয় পাক টিম ইন্ডিয়া। গোটা দেশ আশায় বসে রয়েছে। আমাদের গর্বিত করুন, দারুণ উজ্জ্বল হোক সব’।
আরও পড়ুন: অনিদ্রা থেকে বুকে বসা কফের কষ্ট, অনাদরের এই ফুল প্রাণে বাঁচাবে আপনাকে! জানুন
২০০৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অজিরা। এ বার ভারত অতীতের বদলা নিক। এই আশায় বুক বাঁধছে দেশবাসী। আজকে যেন অঘোষিত ছুটি ভারতে। রবি-দুপুরের বড় চমক বিশ্বকাপ ফাইনাল। আশা, আশঙ্কা সবকিছু সঙ্গে করেই ফাইনাল ম্যাচে চোখ ক্রিকেটপ্রেমীদের। কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য, অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।
আরও পড়ুন: খেজুরের নামে চিনা জুজুবি ফল খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার উপায় জানুন
২০১১-র পর ২০২৩। ১০ বছর পর ফের ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে ভারত। প্রতিপক্ষ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। একদিকে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে। অপরদিকে, ২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল হারতে হয়েছিল ভারতকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রোহিত শর্মার সামনে। টানা ১০টি ম্যাচ জয়, ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল, ব্যাটিং-বোলিং বিভাগের দুরন্ত ফর্ম, সবকিছু মিলিয়ে ফেভারিট টিম ইন্ডিয়া।