ইতিমধ্যেই ২ কোটি রিটার্ন জমা পড়েছে ৷ সমস্ত করদাতাদের সময় মতো আয়কর জমা দেওয়ার আবেদন করা হয়েছে ৷ সম্প্রতি বেশ কয়েকটি খবরের কাগজে করদাতাদের সঠিক ইনকাম জানিয়ে আইটি ফাইল জমা দেওয়ার আবেদন জানিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ৷ পাশাপাশি আধার ও প্যান নম্বর লিঙ্ক করাও বাধ্যতামূলক করা হয়েছে পয়লা জুলাই থেকে ৷
advertisement
বেশিরভাগ মানুষ ই-ফাইলিংয়ের মাধ্যমে আইটি রিটার্ন ফাইল করেছেন ৷ কিন্তু শেষ মুহূর্তে অনেকে একসঙ্গে আয়কর জমা দেওয়ার চেষ্টা করায় ওয়েবসাইট ওভারলোড হয়ে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে ৷ তাই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
এছাড়া বিমুদ্রাকরণের সময় অথার্ৎ ৯ নভেম্বর ২০১৭ থেকে ৩০ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত যারা ২ লক্ষ টাকার বেশি জমা দিয়েছে তাদের সেই অর্থের উৎস কী তা জানাতে হবে বলে জানিয়েছে ৷
আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, প্রত্যেক ব্যক্তি যাদের ইনকাম ট্যাক্সেবল লিমিটের বেশি তাদের সকলকেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতেই হবে ৷