চলতি বছরে কর ফাঁকি আটকাতে এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়কর আধিকারিকরা ৷
আধিকারিকরা জানিয়েছেন যে তারা পারম্যানেন্ট অ্যাকাউন্ট নম্বর এমন ভাবে ব্লক করবে যাতে সেই ব্যক্তি ব্যাঙ্ক থেকে কোনও লোন নিতে না পারে ৷ এর ফলে তারা ব্যাঙ্ক থেকে ওভারড্রাফট পরিষেবা থেকেও বঞ্চিত থাকবে ৷
এছাড়াও অর্থ মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে যে যারা কর ফাঁকি দিয়েছেন তাদের ব্যাঙ্কে এলপিজি গ্যাসের যে ভর্তুকি দেওয়া হয় তা যেন বন্ধ করে দেওয়া হয় ৷
advertisement
আয়কর আধিকারিকরা জানিয়েছেন, যাদের প্যান কার্ড বল্ক করে দওয়া হবে কর ফাঁকি দেওয়ার কারণে তাদের নামগুলি রেজিষ্ট্রার অফ প্রোপার্টিস কাছে পাঠানো হবে ৷ এবং তাদের আবেদন করা হবে যে এই ব্যক্তিদের কোন স্থাবর সম্পত্তির রেজিষ্ট্রেশন যাতে না করা হয় ৷
২০১৫ সালে আয়কর বিভাগ যারা কর ফাঁকি দিয়েছেন তাদের নাম ন্যাশনাল খবরের কাগজ ও আয়কর বিভাগের অফিশিয়াল সাইটে প্রকাশ করতে শুরু করা হয়েছে ৷ এর পদক্ষেপটির নাম দেওয়া হয়েছে ‘নেম অ্যান্ড শেম’ ৷
এখনও পর্যন্ত ৬৭ জনের নাম প্রকাশ করা হয়েছে ৷