আয়কর বিভাগ জানিয়েছে, অ্যাসোসিয়েটেড জার্নালস-এ সনিয়া ও রাহুলের ১০০ কোটি টাকা দেনা রয়েছে৷ গত আর্থিক বছরে রাহুল গান্ধি ৬৮.১২ লক্ষ টাকা আয়কর রিটার্ন ফাইল করেছেন৷
ন্যাশনাল হেরাল্ড মামলায় সুপ্রিম কোর্ট সনিয়া ও রাহুল গান্ধিকে হলফনামা দাখিল করতে নির্দেশ দিয়েছে৷ এই মামলার পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি৷ সনিয়া ও রাহুলের আইনজীবী হিসেবে মামলাটি লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম৷
advertisement
আয়কর বিভাগের দাবি, সনিয়া ও রাহুল গান্ধির আয়ের ৩০০ কোটি টাকার বেশি করফাঁকি দেওয়া হয়েছে৷ ট্যাক্স লায়াবিলিটি দাঁড়িয়েছে ১০০ কোটি টাকার মতো৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় এমনিতেই বেশ কিছুদিন ধরে অস্বস্তিতে গান্ধি পরিবার। রাহুল সোনিয়ার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্ত শুরু করার অনুমতি পাওয়ার পরই তাঁদের আয়ের হিসেব খতিয়ে দেখা শুরু করে আয়কর দপ্তর।
অভিযোগ ২০১১-১২ অর্থবর্ষে রাহুলের রোজগার ছিল ১১৫ কোটি টাকার কাছাকাছি। আর সোনিয়ার রোজগার ছিল ১৫৫ কোটির কিছু বেশি। অথচ, খাতায় কলমে কংগ্রেস সভাপতি নিজের আয় দেখিয়েছিলেন মাত্র ৬৮ লক্ষ টাকা। আয়কর দপ্তরের অভিযোগ, কর ফাঁকি দেওয়ার জন্য বিপুল পরিমাণ রোজগারের এই তথ্য গোপন করে গিয়েছেন রাহুল সোনিয়ারা। এর পাশাপাশি কর ফাঁকির অভিযোগ উঠেছে কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজের বিরুদ্ধেও। আয়কর দপ্তরের হিসেব অনুযায়ী প্রায় ৪৯ কোটি টাকার আয় গোপন করেছেন অস্কারও।