অনুষ্ঠানটিতে উপস্থিত হবেন সেনা-পুলিশ ও তাঁদের পরিবারসহ প্রায় ৭০০০জন ৷ ছেলে ও পুত্রবধূর নতুন জীবনের মঙ্গলকামনায় এই শোয়ের আয়োজন করেছেন মুকেশ-নীতা ৷ দূর্দান্ত এই ফোয়ারার নাচ, রং দেখার মতো ৷ কৃষ্ণের রাসলীলা, রাধা-কৃষ্ণের প্রেমলীলা, বৃন্দাবনের গোপীলীলার নানারকম গান বাজবে সেখানে ৷ এখানে একেকটি ফোয়ারায় প্রায় ৬০০টি এলইডি লাইট রয়েছে ৷ রয়েছে ৩৯২টি জলের নজেল ৷ ফোয়ারার জল উঠতে পারে প্রায় ৪৫ ফুট ৷
advertisement
নীতা আম্বানি জানিয়েছেন, ‘‘আমাদের আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা খুব খুশি হয়েছি ৷ যাঁরা আমাদের দেশকে সুরক্ষিত রাখেন আর সবসময় আমাদের গর্বিত করে তোলেন, তাঁদের আশীর্বাদধন্য হতে চাই আমরা ৷ ধীরুভাই আম্বানি স্কয়্যারের এই মিউজিক্যাল ফাউন্টেইন যেন মুম্বইয়ের ভাইব্র্যান্ট সত্ত্বাটার পরিপূরক ৷’’
এই ধীরুভাই আম্বানি স্কয়্যার জিও ওয়ার্ল্ড সেন্টারেরই একটা অংশ ৷