TRENDING:

গোরক্ষপুরের হাসপাতালে শিশু মৃত্যু বেড়ে ৬৩ ! গাফিলতির অভিযোগে বরখাস্ত সুপার

Last Updated:

উত্তরপ্রদেশের গোরখপুরের বিআরডি হাসপাতালে অক্সিজেনের অভাবে ৬৩ শিশুর মৃত্যু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোরক্ষপুর:  ট্র্যাজেডি বললেও কম বলা হয়। উত্তরপ্রদেশের গোরখপুরের বিআরডি হাসপাতালে অক্সিজেনের অভাবে ৬৩ শিশুর মৃত্যু। শুক্রবার রাত পর্যন্ত ওই সংখ্যা ছিল তিরিশ। কিন্তু, শনিবার সকালে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যু।ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
advertisement

গত বুধবার নিজের নির্বাচনী কেন্দ্র গোরক্ষপুরের বাবা রাঘবদাস হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাসপাতালের বাইরে পা রাখতেই বিপত্তি শুরু। বিআরডি হাসপাতালে নিওনেটানাল বিভাগে ভর্তি ছিল এনসেফেলাইটিস আক্রান্ত বহু শিশু। বুধবার থেকে চোখের সামনে মারা যেতে থাকে একের পর এক শিশু। কেন আচমকা মৃত্যু হল এতগুলি শিশুর ? তার উত্তর লুকিয়ে রয়েছে হাসপাতালের স্টোর থেকে সিএমওএইচকে পাঠানো চিঠিতেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

কী লেখা রয়েছে ওই চিঠিতে ? অক্সিজেনের অভাবে যদি মৃত্যু নাই হবে তাহলে পুষ্পার অফিসে রেড কেন ? অভিযোগ, হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তাদের। হাসপাতালের স্টোরে তরল অক্সিজেনের পরিমাণ যে কম, তা আগেই জানানো হয়েছিল। সিএমওএইচক-কে লেখা সেই চিঠিও এখন সংবাদমাধ্যমের হাতে।

বাংলা খবর/ খবর/দেশ/
গোরক্ষপুরের হাসপাতালে শিশু মৃত্যু বেড়ে ৬৩ ! গাফিলতির অভিযোগে বরখাস্ত সুপার